× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলফলক পেরিয়ে রুট ছুঁলেন কুককে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৩:৩৪ পিএম

মাইলফলক পেরিয়ে রুট ছুঁলেন কুককে

লর্ডস টেস্টের প্রথম দিনেই ম্যাচের সুতো নিজেদের হাতে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে আইরিশদের কোণঠাসা করে জয়ের সম্ভাবনাও প্রবল করেছেন বেন স্টোকসরা। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ১৭২ রানে বেঁধে রেখে ইংল্যান্ড পাল্টা ব্যাট করতে নামে। বাজবল খ্যাত ক্রিকেটে গড়ে রানের পাহাড়। ব্যাটের রানের ফোয়ারা ছোটানোর দিনে ১১ হাজারি ক্লাবে প্রবেশের রেকর্ড গড়েছেন জো রুট।

লর্ডসে প্রথম ইনিংসে অর্ধ শতক তুলে নেন রুট। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে আউট হওয়ার আগে ৫৯ বলে ৫৬ রান করেন তিনি। ক্যারিয়ারের ১৩০তম টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট; যা ক্রিকেট বিশ্বে ১১তম ও ইংলিশদের জার্সিতে দ্বিতীয়।

রুটের আগে ইংল্যান্ডের হয়ে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ১৬১ টেস্টে ১২ হাজার ৪৭২ রান করেছেন কুক।

কুক, রুট ছাড়া টেস্টে অন্তত ১১ হাজার রান আছে ভারতের শচীন টেন্ডুলকার (১৫৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩৩৭৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯), ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১২৪০০), উইন্ডিজের ব্রায়ান লারা (১১৯৫৩), শিবনারায়ণ চন্দরপল (১১৮৬৭), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪) ও অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারের (১১১৭৪)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা