× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাদরানের ব্যাটিং ঝলকে জিতল আফগানিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২৩:১৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ২৩:১৬ পিএম

জাদরানের ব্যাটিং ঝলকে জিতল আফগানিস্তান

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নেই রশিদ খান। দলটির বড় তারকা না থাকলেও জয় কঠিন হয়নি আফগানিস্তানের জন্য। লঙ্কানদের তাদের ঘরের মাঠে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।

আরও পড়ুন : জয় পেল কলাবাগান-খেলাঘর

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা ভালো ছিল না। স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে। চারিথ আসালঙ্কার ৯১ ও ধনঞ্জয়া ডি সিলভার ৫১ রানে ভর করে ২৬৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জবাবে ইব্রাহিম জাদরানের ৯৮ রানের ইনিংসে ভর করে ১৯ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

২৬৯ রানের লক্ষ্যে নেমে ১৪ রানে আউট হন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনে নামা রহমত শাহকে সঙ্গে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ওই জুটিই মূলত গড়ে দেয় আফগানদের জয়ের ভিত। ইব্রাহিম জাদরানের সামনে ছিল সেঞ্চুরির সুযোগ। ৯৮ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। তার সঙ্গে থাকা রহমত শাহ করেন ৫৫ রান।

তাদের বিদায়ের পর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৩৮ ও মোহাম্মদ নবীর ২৭ রানে ভর করে জয় নিশ্চিত করে আফগানিস্তান। 

এর আগে বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরে সফরকারীরা। ফজলহক ফারুকী ও ফরিদ আহমেদের দারুণ বোলিংয়ে রান করতে বেশ বেগ পেতে হয় লঙ্কানদের। দুজনই নেন দুটি করে উইকেট। এই হারে বিশ্বকাপের বাছাই পর্বের আগে বড় এক ধাক্কাই খেল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২৬৮/১০ (আসালঙ্কা ৯১, সিলভা ৫১, ফরিদ ২/৪৩)

আফগানিস্তান : ২৬৯/৪ (ইব্রাহিম ৯৮, রহমত ৫৫, রাজিথা ২/৪৯)

ফল : আফগানিস্তান ৬ উইকেটে জয়ী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা