× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দা উঠল বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ২২:১৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ২৩:০৪ পিএম

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর উদ্বোধন করছেন অতিথিরা। প্রবা ফটো

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর উদ্বোধন করছেন অতিথিরা। প্রবা ফটো

পুলিশ বাহিনীতে ভালো কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩।’ বৃহস্পতিবার (১ জুন) বিকালে গুলিস্তানে বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হয়।

প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনাম নড়াইল জেলা পুলিশের নারী কাবাডি দল। গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী পুরুষ দলগুলো হলো ডিএমপি, আরএমপি, কেএমপি, সিএমপি, নেত্রকোনা জেলা, নারায়ণগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, ৪র্থ এপিবিএন বগুড়া, আরআরএফ খুলনা, বান্দরবান জেলা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ, রাজশাহী জেলা, ট্যুরিস্ট পুলিশ ঢাকা ও আরআরএফ বরিশাল। এ ছাড়া কাবাডি চ্যাম্পিয়নশিপে চারটি নারী দল অংশগ্রহণ করেছে। এটিও গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নারী দলে অংশগ্রহণ করেছে ডিএমপি, ঢাকা জেলা, ১১ এপিবিএন উত্তরা ঢাকা ও নড়াইল জেলা।

টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলায় অংশগ্রহণকারী সব দলকে স্বাগত জানিয়ে মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের জানমাল রক্ষার পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এ কাজের বাইরে শারীরিক সুস্থতা ও শরীর চর্চার অংশ হিসেবে খেলোয়াড়সুলভ মানসিকতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকেন। এটি আমাদের ছাত্র জীবনের এক্সট্রা কারিকুলামের মতোই।

ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘পুলিশ একটি গৌরবময় ঐতিহ্যের নাম। যার জন্ম এ স্বাধীন জন্মভূমিতে রক্তদানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজারবাগে শুরু হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ। এ প্রতিরোধ যুদ্ধ শুরু করে বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা, যারা বুকের তাজা রক্ত দিয়ে বঙ্গজননীকে স্বাধীন করেছেন। আমরা তাদেরই উত্তরসূরী।’


উদ্বোধনী খেলায় নড়াইল জেলা পুলিশের নারী কাবাডি দল ৪২-২৩ পয়েন্টে ডিএমপির নারী কাবাডি দলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ডিএমপির পুরুষ কাবাডি দল ৫৬-২২ পয়েন্টে নেত্রকোনা জেলা পুরুষ কাবাডি দলকে পরাজিত করে। অপর এক ম্যাচে ৪র্থ এপিবিএন বগুড়ার পুরুষ কাবাডি দল ৫৬-২২ পয়েন্টে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুরুষ কাবাডি দলকে পরাজিত করে।

টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা গুলিস্তানে বাংলাদেশ কাবাডি ফেডারেশন মাঠে অনুষ্ঠিত হবে। অন্য সব ম্যাচ মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্স কাবাডি মাঠে অনুষ্ঠিত হবে।

আগামী ৬ জুন কোয়ার্টার ফাইনাল ও ৭ জুন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা