× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ দলের ক্যাম্প শুরু আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১০:৪৩ এএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১১:৪৯ এএম

বাংলাদেশ দলের ক্যাম্প শুরু আজ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। আজ থেকে ক্যাম্প শুরু হলেও দল ঘোষণা করা হয়নি। ক্যাম্পের প্রথম দিন থেকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : এবার আন্তর্জাতিক সাফল্যের খোঁজে বসুন্ধরা কিংস

ছুটি কাটিয়ে এখনও দেশে ফেরেননি তিনি। সহকারী কোচ নিক পোথাসের অধীনে ক্রিকেটাররা ক্যাম্প শুরু করবেন। ক্যাম্প শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে গতকাল দেশে ফিরেছেন।

আজ শুরু হওয়া ক্যাম্পে থাকবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেইনার নিক লিকে পাওয়া যাবে। ফিল্ডিং কোচ শন ম্যাকডরম্যাট বাংলাদেশে আসবেন ৩১ মে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আসবেন আগামী ৩ জুন। দেশে না এলেও তার দেওয়া পরিকল্পনাতেই এগোবে বাংলাদেশ দলের ক্যাম্প।

মিরপুরে আজ সকাল ৯টায় জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও অনেক ক্রিকেটারকে এখানে পাওয়া যাবে না। সিলেটে ‘এ’ দলের ম্যাচ চলায় বেশ কিছু ক্রিকেটার সেখানে ব্যস্ত থাকবেন। ওই ম্যাচ শেষে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

চোটে থাকায় টেস্ট ম্যাচের আগে ক্যাম্পে থাকবেন না সাকিব আল হাসান। আঙুলের চোট কাটিয়ে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে তার। টেস্টে সাকিব না থাকায় আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে ইনজুরিমুক্ত হওয়া পেসার তাসকিন আহমেদের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে ফিটনেস টেস্টের ওপর। কবে নাগাদ তার ফিটনেস টেস্ট হবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি বিসিবির মেডিকেল বিভাগ।

প্রতিদিনের বাংলাদেশকে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন, ইনজুরিমুক্ত হয়ে বোলিং করছেন। আপাতত প্রতিদিন চাপ বাড়িয়ে নেওয়ার কাজ চালাচ্ছেন।

১৪ জুন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্ট ম্যাচ খেলতে আফগানিস্তান ১০ জুন ঢাকা আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা