× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১২:৩৯ পিএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলার কথা ছিল না আর্জেন্টিনার। বাছাই পর্বে বাদ পড়া দলটি এখন আসরের দ্বিতীয় রাউন্ডে। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয় ফিফা। তাতেই কপাল খোলে আর্জেন্টিনার। সুযোগ কাজেও লাগিয়েছেন মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছেন রাউন্ড অব সিক্সটিনের টিকিট।

শুক্রবার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। আকাশি-নীলদের হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফ্যান্তিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ।

আরও পড়ুন : শেবাগকে ছাপিয়ে কোহলির পাশে শুভমান

ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—সব বিভাগে আধিপত্য দেখান স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন স্ট্রাইকার ইগনাসিও। এরপর ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি আকাশি-নীলেরা। ১৭ মিনিটে স্কোরলাইন ২-০ করেন ইনফ্যান্তিনো। প্রথমার্ধে আরও ১টি গোল করেন রোমেরো। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল হওয়ায় ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এ জয়ে আর্জেন্টিনা গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল। যদিও এ ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনার যুবারা।

টুর্নামেন্টে ২৪টি দল ছয় গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এ’ ও ‘বি’ গ্রুপের সব খেলা শেষ হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল নকআউট পর্বে যাবে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন হবে ফাইনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা