× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারকে আর্সেনালে দেখেন পেতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ১৪:২৯ পিএম

নেইমারকে আর্সেনালে দেখেন পেতি

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকার কথা নেইমারের। তবে তার দল পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রেস থেকে বাদ পড়ায় প্যারিসে আর তাকে দেখছেন না দলটির সমর্থকরা। ক্লাব ছাড়তে নেইমারের বাড়ির সামনে স্লোগান দিচ্ছে তারা। চোটে জর্জরিত নেইমারকে সমর্থনের বদলে দিচ্ছেন দুয়ো। এ অবস্থায় প্যারিসে অনিশ্চিত তার ভবিষ্যৎ। কদিন পরই দলবদল। আর ওই দলবদলে নেইমারকে নিয়েই হচ্ছে গুঞ্জন।

শুরুতে শোনা যাচ্ছিল আসছে জুনে নেইমারকে পেতে লড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ও চেলসি। পরে রেস থেকে নিউক্যাসল নিজেদের সরিয়ে নিলেও টিকে আছে চেলসি। পরে সেই তালিকায় যোগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে এখন শোনা যাচ্ছে নেইমার ফিরতে পারেন আর্সেনালে। এদিকে নেইমারকে পেতে আগ্রহের কথা জানিয়ে রেখেছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার এমানুয়েল পেতি।

তার মতে, নেইমারের জন্যও আর্সেনালে যাওয়াটাই ভালো হবে। সেখানে তিনি ফুটবলটা উপভোগ করতে পারবেন। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য নেইমারকে আর্সেনালে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘নেইমার যেকোনো বড় ক্লাবেই মানিয়ে নিতে পারবে। সে আর্সেনালে গেলে আমার ভালো লাগবে এবং আমি মনে করি তারও ভালো লাগবে। সে টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের ধরনটা পছন্দ করবে। সে নিজেকে অনেকটাই পরিণত করে তুলতে পেরেছে বলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা