× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতির ১০০*, ফারজানার ৯২*

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২৩:৫১ পিএম

আপডেট : ২৬ মে ২০২৩ ০০:১১ এএম

জ্যোতির ১০০*, ফারজানার ৯২*

মেয়েদের ডিপিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জাদুকরী তিন অঙ্কের জাদুতে হাসলেও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তার সতীর্থ ফারজানা হক পিঙ্কি। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি।

আরও পড়ুন : ১১ বছরের সম্পর্কে দাঁড়ি

নারীদের ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে জ্যোতি শুধু সেঞ্চুরিই উপহার দেননি, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে এনে দিয়েছেন জয়ও। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ১৪৮ রানে জিতেছে তারা। ২৮৭ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে গুটিয়ে যায় গুলশান। ৭৬ বলে ১০০* রানে অপরাজিত থেকে যান জ্যোতি। ৯২* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন ফারজানা। 

অন্যদিকে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩২ রানে ধরাশায়ী করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ২৩৪ রানের সংগ্রহ গড়লেও প্রতিপক্ষ কলাবাগান ১৪২ রানের বেশি তুলতে পারেনি। ১০৬ বলে দলীয় স্কোরে ৭৩ রান যোগ করেন মোহামেডানের ওপেনার শারমিন। আর তিনে ব্যাট করা অভিজ্ঞ আয়েশা এনে দেন ৫৪ রান।

আর সিটি ক্লাবের বিপক্ষে ৬৬ রানে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপির চার নম্বর মাঠে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমে যায় সিটি ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে বিকেএসপির হয়ে ১০৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সুমাইয়া আক্তার। উন্নতি খাতুন যোগ করেন ৩৫ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা