× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৯:২১ পিএম

বিশ্বকাপ ফাইনালের আগে হবে ফ্যাশন শো আর কনসার্ট

বিশ্বকাপ ফাইনালের আগে হবে ফ্যাশন শো আর কনসার্ট

২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র সাড়ে চার মাসের মতো বাকি! এবারের আয়োজক দেশ কাতারে এরই মধ্যে তোরজোড় শুরু হয়ে গেছে। বিশ্বকাপ উপলক্ষ্যে একের পর এক ইভেন্টের ঘোষণা আসছে। এবার শোনা গেলো, ফাইনালের আগে হবে ফ্যাশন শো আর কনসার্ট।

প্রতি বিশ্বকাপেই আয়োজক দেশগুলো নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করে। বিশ্বকে তাদের অভ্যন্তরীন জীবন যাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এমন ইভেন্টের আয়োজন করে।

কাতারও সেই পথেই হাঁটছে। পুরো দেশেই এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষাধিক লোক আসবে কাতারে। তাই কাতারের সংস্কৃতি, ইতিহাস জানানোর জন্য ইভেন্ট আয়োজন করছে তারা।

তবে ফাইনালের আগমুহূর্তে নয় দুই দিন আগে হবে কনসার্ট ও ফ্যাশন শো। এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।

কাতারের মোট আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপ। এর মধ্যে একটি স্টেডিয়ামের নাম স্টেডিয়াম ৯৭৪। এখানেই চলতি বছরের ১৬ ডিসেম্বর ফ্যাশন শো এবং কনসার্ট আয়োজন করবে কাতার। ফ্যাশন শো’র নাম দেওয়া হয়েছে ‘কাতার ফ্যাশন ইউনাইটেড।’

এই মাঠে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ষোলোর মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর এটাকে প্রস্তত করা হবে ১৬ ডিসেম্বরের কনসার্ট ও ফ্যাশন শো’র জন্য।

চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফিফা বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২২তম ফুটবল বিশ্বকাপ তথা কাতার বিশ্বকাপ। ফাইনালসহ মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা