× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ ইস্যুতে দ্বন্দ্বে সাবেক ও বর্তমান পিসিবিপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ২০:৫৬ পিএম

এশিয়া কাপ ইস্যুতে দ্বন্দ্বে সাবেক ও বর্তমান পিসিবিপ্রধান

এশিয়া কাপ ইস্যুতে জল ঘোলা হচ্ছে ক্রমশ। পরিস্থিতি এমন যে, এশিয়া কাপ মাঠে গড়ানোয় এক রকম অনিশ্চিত। তবে নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে সব রকম চেষ্টাই করছে পিসিবির বর্তমান প্রধান নাজাম শেঠি। হাইব্রিড মডেল প্রস্তাব করলেও কাজ হয়নি কিছুই। এতে উল্টো বেঁকে বসেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর সে জন্যই সব সমস্যার সমাধান হিসেবে ইংল্যান্ডের মাটিতে এশিয়া কাপ আয়োজনের কথা বলেছিলেন শেঠি। আর তাতেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন পিসিবির সাবেক প্রধান রমিজ রাজা।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে শেঠিকে নিয়ে রমিজ রাজা বলেন, ‘পিসিবি সভাপতির মুখে লর্ডসে এশিয়া কাপ হলে দারুণ হবে এমন শোনার পর আমি হতবাক হয়েছি। তিনি মানসিকভাবে সুস্থ আছেন তো? এশিয়া কাপের মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বকাপের আগে যেন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে দলগুলো মানিয়ে নিতে পারে।’ 

এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর সংযুক্ত আরব আমিরাতে করতে চাওয়ার বিষয় নিয়েও শেঠির সমালোচনা করেন রমিজ, ‘তার আরেকটি বিবৃতি নিয়েও আমি রাগান্বিত, করের ঝামেলার কারণে নাকি আরব আমিরাতে আয়োজন করতে চান পিএসএল। অথচ একদিকে বলছেন ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ, অন্যদিকে বলছেন পাকিস্তানে পিএসএল হওয়া উচিত নয়। এটার অর্থ কী?’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা