× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাকি সেভেনে বাঁচল ক্লপের স্বপ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ০১:০২ এএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১০:১৯ এএম

লাকি সেভেনে বাঁচল ক্লপের স্বপ্ন

লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী জুর্গেন ক্লপ শুরুতেই বললেন, এ ছাড়া আমাদের আর কিইবা করার আছে। সময় গড়াতেই সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানালেন লিভারপুলের বস, কীভাবে লিগ টেবিলের শীর্ষ চারে ওঠা যাবে সেই পথও বাতলে দিলেন। সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডকে কার্যত হুমকি ছুড়ে রাখলেন, ‘পয়েন্ট হারালে চ্যাম্পিয়নস লিগের জায়গাও হারাবে।’

আরও পড়ুন : আন্দোলনের চার বছর পর কোয়াবের নির্বাচন

ঠিক এমনই ইঁদুরদৌড় চলছে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ ৩, ৪ ও ৫ নম্বর অবস্থানে। আপাতত শীর্ষ চারের বাইরে আছে লিভারপুল। তবে প্রতিপক্ষের মাঠ থেকে বড় জয় তুলে অলরেডরা নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ও ম্যানইউর ঘাড়ে। তিন ও চার নম্বরের দল দুটির কোনো একটি পা হড়কালেই ওই জায়গাটি ধরতে চান ক্লপ। এখানে যদি-কিন্তুর হিসাব বেশ জটিল। লিগ টেবিলের ২ ও ৩ নম্বরের দল এক ম্যাচ কম খেলে লিভারপুলের ওপরে আছে। তাদের পয়েন্টও একটি করে বেশি। এমন অবস্থায় জয়ের ধারা কোনোভাবেই হারাতে চান না ক্লপ।

লেস্টারকে হারিয়ে লিগে টানা সাত ম্যাচ জয় পাওয়া ক্লপ বলেছেন, ‘এটাই (জয়) আমরা পারি। সত্যি বাজে হবে যদি নিউক্যাসল বা ম্যানইউ ব্যর্থ হয় আর আমরা শেষ চার নিশ্চিত করতে না পারি। আমাদের যেটা করতে হবে- জিততে হবে। বাকিটা হাতে নেই। শুধু জানি, কোনো সুযোগ রাখতে হলেও মৌসুমের বাকি ম্যাচগুলো জিততে হবে। আমরা তো চাইব প্রতিপক্ষরা হারতে থাকুক…।’

যদি-কিন্তুর হিসাবে প্রথমেই থাকবে পয়েন্ট ব্যবধান, এরপর প্রতিপক্ষের হোঁচটের অপেক্ষা। অর্থাৎ লিভারপুলের লিগের বাকি দুই ম্যাচ জিততে হবে এবং দুই নিকট প্রতিদ্বন্দ্বীকে হারতে হবে। তাহলেই মিলবে ইউরোপসেরার মঞ্চের টিকিট। আগামী শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার আট নম্বরের অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর মৌসুমের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা সাউদাম্পটন। দুটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট আঙুলের কড়ে গুনে নিয়েছেন ক্লপ, এখন বাকি প্রতিপক্ষের হোঁচট।

চলতি মৌসুমে যাচ্ছেতাই শুরু করেছিল লিভারপুল। অন্যসব প্রতিযোগিতায়ও মুখ থুবড়ে পড়েছে দলটি। লিগের শেষ সময়ে এসে এখন এমন অবস্থা যে, শেষ চার নিশ্চিত করতেও হেপা। কিন্তু মৌসুমের মাঝের দিকেও লিগ টেবিলের ১০-১১ নম্বরে থাকা অলরেডরা এখন শীর্ষ পাঁচে, এখনও আশা আছে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার। জুর্গেন ক্লপ সুযোগ দেখছেন কম, তবে আশা ছাড়ছেন না। ক্যাসল ও ইউনাইটেডকে তাই সতর্ক করে দিয়েছেন অলরেডদের বস, ‘লিভারপুল পয়েন্ট হারাবে এমন চিন্তা থেকে সরে আসা উচিত। তাদের নিজেদের নিয়ে ভাবতে হবে এবং সবকিছু ঠিকঠাক করতে হবে। নয়তো শীর্ষ চার থেকে ছিটকে পড়বে দল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা