× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টার্লিং-বালবার্নির ব্যাটে চাপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২২:০৫ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২২:২০ পিএম

স্টার্লিং-বালবার্নির ব্যাটে চাপে বাংলাদেশ

দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারানোর পর পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি তুলে ফেলেছিলেন আরও ১০৯ রান। হুমকি হয়ে থাকা শতরানের সেই জুটি ভেঙেছেন এবাদত হোসেন। ব্যক্তিগত ৫৩ রানে ফিরেছেন আইরিশদের অধিনায়ক বালবার্নি। অধিনায়ক ফিরলেও দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার স্টার্লিং। তাতেই চাপে পড়েছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১২৮ রান তুলেছে আয়ারল্যান্ড, হারিয়েছে দুইটি উইকেট। জয়ের জন্য বাকি ২৩ ওভারে তাদের প্রয়োজন আরও ১৪৭ রান।

বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে এদিন ব্যক্তিগত ৪ রানের মাথায় ফেরেন স্টিফেন ডোহানি। পরে ১০৯ রানের জুটি গড়েন স্টার্লিং ও বালবার্নি। দুজনেই পেয়েছেন ফিফটি। অধিনায়ক ফিরলেও দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার স্টার্লিং। ৬৬ বলে ৫৮ রানে ব্যাট করছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর।

এর আগে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস-ভাগ্য ছিল না বাংলাদেশের পক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। অভিষিক্ত ওপেনার রনি তালুকদার প্যাভিলিয়নে ফেরেন দ্রুতই। যদিও অধিনায়ক তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরি। তাতেই ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা