× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়সওয়ালের দ্রুততম ফিফটিতে ভেঙেছে যেসব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৪:৩০ পিএম

জয়সওয়ালের দ্রুততম ফিফটিতে ভেঙেছে যেসব রেকর্ড

বৃহস্পতিবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১৫০ রানের লক্ষ্য ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে গেছে রাজস্থান র‌য়্যালস। ম্যাচে অতি মানবীয় এক ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। এদিন ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। অপরাজিত ছিলেন ৪৭ বলে ১২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯৮ রানে। তার আগে ১৩ বলে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ২১ বছর বয়সি এই তরুণ পেছনে ফেলেছেন অনেককেই।

জয়সওয়ালের আগে আসরে সবচেয়ে দ্রুততম ফিফটি ছিল লোকেশ রাহুলের। ২০১৮ সালে দিল্লির বিপক্ষে ১৪ বলে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ফিফটি হাঁকান অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স।

এ দুজনের আগে আইপিএল সবচেয়ে দ্রুততম ফিফটি দেখেছিল ২০১৪ সালে। সেবার কলকাতার জার্সিতে হায়দরাবাদের বিপক্ষে ১৫ বলে ফিফটি তুলে নিয়েছিলেন ইউসুফ পাঠান। বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ফিফটি হাঁকানোর কীর্তি আছে কলকাতার আরেক ব্যাটার সুনিল নারিনেরও। তবে এবার সবাইকেই ছাড়িয়ে গেছেন জয়সওয়াল। ফিফটি তুলে নিতে এদিন মাত্র ২.৫ ওভার ব্যাট করেছেন তিনি। বাকিদের মধ্যে একমাত্র লোকেশ রাহুল ২.৫ ওভারে ফিফটির দেখা পেলেও জয়সওয়ালের চেয়ে ১ বল বেশি লাগিয়েছেন তিনি।

তবে জাতীয় দলের জার্সিতে জয়সওয়ায়ের ১৩ বলের চেয়েও দ্রুততম ফিফটি আছে। ২০০৭ সালে ভারতের যুবরাজ, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ২০১৮ সালে আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই মাত্র ১২ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।

এ ছাড়া জয়সওয়াল এদিন আইপিএলে প্রথম ওভারে একজন ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রান তোলার কীর্তি গড়েছেন। নীতীশ রানার প্রথম ওভারে এদিন ২ ছয় ও ৩ চারে মোট ২৬ রান নেন। তার আগে আইপিএলের প্রথম ওভারে সর্বোচ্চ ২৪ রান নিয়েছিলেন পৃথ্বীশ। ২০২১ আইপিএলে শিবম মাভির বলে টানা ৬ বলে ৬টি চার মেরেছিলেন তিনি। তবে প্রথম ওভারে রান তোলার হিসাবে আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল প্রথম ওভার ছিল ২৭ রানের। ২০১১ সালে মুম্বাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ইনিংসের প্রথম ওভার ছিল সেটি।

এ ছাড়া জয়সওয়াল আইপিএলের প্রথম ২ বলে ২ ছক্কা মারার কীর্তি গড়েছেন এদিন; যা ছুঁয়ে ফেলেছে ২০১৯ সালে করা বিরাট কোহলির কীর্তিকে।

এ ম্যাচের পর চলতি টুর্নামেন্টে জয়সওয়ালের রান এখন ৫৭৫; যা আইপিএলে একজন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারের দ্বারা সবচেয়ে বেশি। এর আগে ২০২০ সালে ভারতীয় দলে অভিষেকের আগে এক আসরে সর্বোচ্চ ৫১৬ রান করেছিলেন ঈশান কিষান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা