× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের কলকাতার জয়ের নায়ক রিংকু সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১০:৪১ এএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১১:৫১ এএম

ফের কলকাতার জয়ের নায়ক রিংকু সিং

রুদ্ধশ্বাস জয়। পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ২ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। ১৯তম ওভারে স্যাম কারেনকে ৩ ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছে এনে দেন আন্দ্রে রাসেল। শেষ ওভারে তখনও নাটক বাকি। পাঞ্জাব বোলার আর্শ্বদীপ সিং রানআউট করে রাসেলকে ফেরালেও দলকে জয় এনে দিতে পারেননি। ফিনিশার হিসেবে আরেকবার কলকাতাকে জয় এনে দেন রিংকু সিং, সঙ্গে কেকেআরেরও বেঁচে আছে প্লে অফের আশা।

ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলেন শিখর ধাওয়ানরা। জবাবে ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রিংকু। কলকাতা পায় ৫ উইকেটের জয়। তাতেই পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে নীতীশ রানার দল।

সোমবার ব্যাটিংয়ে নেমে শিখরকে তেমন কেউই দিতে পারেনি সঙ্গ। প্রভসিমরন সিং ১২ করেই সাজঘরে ফেরেন। ভানুকা রাজাপক্ষে ফেরেন খালি হাতে। ৪ ওভারের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে চাপে ফেলে দেন হর্ষিত রানা। এরপর লিয়াম লিভিংস্টোন নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শিখর। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে তাকে আউট করে পাঞ্জাবকে বড় ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। দলের ১১৯ রানের মাথায় শিখরও ফেরেন ৪৭ বলে ৫৭ রান করে।

লোয়ার অর্ডারে ঋষি ধাওয়ানের ১১ বলে ১৯ রান, শাহরুখ খানের অপরাজিত ৮ বলে ২১ আর হরপ্রীত ব্রারের ৯ বলে ১৭ রানের হাত ধরে বড় সংগ্রহ পায় কিংস। কলকাতার বরুণ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন হর্ষিত। ১টি করে উইকেট নিয়েছেন সুয়াশ শর্মা ও নীতীশ রানা।

জবাবে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি কলকাতার। ৩৮ রানের হারায় প্রথম উইকেট। গুরবাজ ফেরেন ১২ বলে ১৫ রান করে। জেসন রয় করেন ২৪ বলে ৩৮ রান। কলকাতার ১১৫ রানে ফেরেন ভেঙ্কটেশ আয়ার। ১৩ বলে ১১ রান করেন তিনি।

১৫.২ ওভারে ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় নাইট রাইডার্স। ৩৮ বলে ৫১ রান করে ফেরেন অধিনায়ক নীতীশ রানা। এরপর রিংকু সিংকে সঙ্গী করে জয়ের জন্য ২ রান বাকি থাকতে রানআউট হন রাসেল। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ বলে ২ রান দরকার থাকলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রিংকু। ১০ বলে ২১ রান করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা