× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেসিকে শাস্তি দিয়ে ঠিক করেছে পিএসজি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৩:৪৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৫:২৭ পিএম

‘মেসিকে শাস্তি দিয়ে ঠিক করেছে পিএসজি’

লিওনেল মেসির সৌদি আরব ভ্রমণের কারণে তালগোল পাকিয়ে গেছে সব। মৌসুমে আশানুরূপ সাফল্য না পাওয়া পিএসজিও বেঁকে বসেছে আর্জেন্টাইন মহাতারকার ওপর। জরিমানা শোনানোর সঙ্গে শুনিয়ে দিয়েছে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। মেসি নিজের ভুল বুঝে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। এমন সময়ে পিএসজি ফরোয়ার্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পিএসজির সাবেক উইঙ্গার ও ক্রীড়া বিশ্লেষক জেরোম রোথেন।

অনুমতি না নেওয়ায় মেসিকে দেওয়া পিএসজির কঠোর সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন জেরোম, ‘মেসি ভুল করেছে, সেটিতে অনুতপ্তও তিনি। তাই এটা নিশ্চিত, পিএসজি তাকে নিষেধাজ্ঞা দিয়ে ভুল কিছু করেনি। কেননা এটা মেসির পেশাগত অসদাচরণ।’

প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাই। আমি সত্যিই ভেবেছিলাম যে, ম্যাচের পর আমরা এক দিন ছুটি পাব, যেমনটা সব সময়ই হয়ে থাকে। আমি সৌদি আরব সফর আগেই ঠিক করে রেখেছিলাম এবং তা বাতিল করার উপায় ছিল না।

মেসিকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি দুঃখজনক। কিন্তু ভুলের জন্য ক্ষমা চাইলেও পরিস্থিতি পাল্টাচ্ছে না। মাঠে নিজের পারফরম্যান্স ও আচরণের জন্য কি সে একাধিকবার ক্ষমা চেয়েছে?’

আরও পড়ুন :

সৌদি ভ্রমণের পর ক্লাব থেকে নিষেধাজ্ঞা পেয়ে নিজের ভুল স্বীকার করেছেন মেসি। এক ভিডিওবার্তায় মেসি বলেন, ‘প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাই। আমি সত্যিই ভেবেছিলাম যে, ম্যাচের পর আমরা এক দিন ছুটি পাব, যেমনটা সব সময়ই হয়ে থাকে। আমি সৌদি আরব সফর আগেই ঠিক করে রেখেছিলাম এবং তা বাতিল করার উপায় ছিল না। এর আগেই একবার বাতিল করতে হয়েছে। আমি যা করেছি, তার জন্য আরও একবার ক্ষমাপ্রার্থী। ক্লাব কী করতে চায় সে অপেক্ষায় আছি, আর কিছু না।’

ফরাসি পত্রিকা লা পারিসিয়েন জানিয়েছে, নিষেধাজ্ঞা শেষে পিএসজির হয়ে মৌসুমের বাকি অংশে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আরএমসি স্পোর্ট দিয়েছে আশার বাণী। গালতিয়ের কথা বলবেন মেসির সঙ্গে। মেসি খেলতে না চাইলে তাকে রাজি করানোর চেষ্টা করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা