× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা শেষে মেসিকে মাঠে চান পিএসজি কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ০৯:৫১ এএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১০:১১ এএম

নিষেধাজ্ঞা শেষে মেসিকে মাঠে চান পিএসজি কোচ

কোচকে না জানিয়ে সৌদি আরব সফর করেছেন লিওনেল মেসি। এজন্য পিএসজিতে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার। প্যারিসের জায়ান্ট ক্লাবটির সঙ্গে মেসির সম্পর্কে ধরেছে ফাটল। পিএসজির হয়ে ফের মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ কারণে ভক্তদের মনে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নিষেধাজ্ঞা শেষে পিএসজির জার্সি গায়ে কি ফের মাঠে নামবেন ফুটবলের এ সুপারস্টার? 

আরও পড়ুন : সৌদি আরবে গিয়ে অনুতপ্ত মেসি, চাইলেন ক্ষমা

এ ব্যাপারে অনেকে হাল ছাড়লেও এখনও মাঠে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। এ ফুটবলগুরু মনেপ্রাণেই চান মেসি আবার খেলুক পিএসজির হয়ে। আরএমসি স্পোর্টকে এমনটা জানিয়েছেন গালতিয়ের নিজে। তবে সংবাদমাধ্যমটি কোচের বক্তব্য দেয়নি।

ফরাসি পত্রিকা লা পারিসিয়েন অবশ্য জানিয়েছিল, নিষেধাজ্ঞা শেষে পিএসজির হয়ে মৌসুমের বাকি অংশে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আরএমসি স্পোর্ট দিয়েছে আশার বাণী। গালতিয়ের কথা বলবেন মেসির সঙ্গে। মেসি খেলতে না চাইলে তাকে রাজি করানোর চেষ্টা করবেন।

তবে মেসি ফের পিএসজির হয়ে খেলতে রাজি হবেন কি না সেটা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। কেননা খবর রটেছে, নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন ক্লাব খুঁজে চলেছেন মেসি। ফিফার এজেন্ট মার্কো কির্দেমির তো বলছেন, থাকার জায়গা দেখতেই সৌদি আরবে গেছেন মেসি। পর্যটনশিল্পের শুভেচ্ছাদূত হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে তার সফরের নেপথ্যের কারণ আসলে নতুন ক্লাব দেখা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা