× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাপোলির উৎসবে ছিলেন ম্যারাডোনাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১২:৪৬ পিএম

নাপোলির উৎসবে ছিলেন ম্যারাডোনাও

এক দুই করে ৩৩ বছর পর ঘুচল শিরোপার খরা। স্বাভাবিকভাবেই নাপোলির সমর্থকদের উল্লাস বাড়তি মাত্রা পাওয়ার কথা, হয়েছেও তাই। উদিনেস থেকে নেপলস ছাপিয়ে পুরো ইতালি মেতেছে নাপোলির স্কুদেত্তো জয়ের উল্লাসে। উদিনেসের দাসিয়া স্টেডিয়ামে খেলার শুরু থেকে মিয়ম্রাণ হয়ে বাজা ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন’ ধ্বনিটি বজ্রধ্বনি হয়ে বেজে ফিরছে ইতালিজুড়ে। এমন দিনে কি তাকে ভোলা যায়? নাপোলি সমর্থকরাও ভোলেননি তাদের জাদুকরকে। ১৯৯০ সালের পর আবার শিরোপা জয়ের উৎসবে মাতার দিনেও ছিলেন দিয়েগো ম্যারাডোনাও।

লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিতের পর নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তিও শুনিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তির কথা। ম্যাচ শেষে আবেগতাড়িত হয়ে বলেছেন, এই সাফল্যের মাঝে ম্যারাডোনার প্রভাব আছে।

শিরোপা উৎসবে না থেকেও সর্বত্র ছিলেন দিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ ১৯৯০ সালে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এরপর দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা গতকাল ফুরাল। ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি এ ট্রফি জেতে নাপোলি। ১৯৮৬-৮৭ মৌসুমে প্রথমবার ম্যারাডোনার জাদুতে চ্যাম্পিয়ন হয় নাপোলি। ১৯৮৯-৯০ মৌসুমে দলকে এনে দেন দ্বিতীয় শিরোপা। অখ্যাত ক্লাব নাপোলিকে জিতিয়েছিলেন সবকিছু। করেছিলেন ইতালির এবং ইউরোপের সেরা। নেপলসবাসী সেসব ভুলতে পারেননি।

নেপলসের দেয়ালে দেয়ালে এখনও শোভা পায় দিয়েগোর ছবি। ২০২০ সালে প্রয়াত হওয়া ম্যারাডোনাকে ৩৩ বছর পরও ধরে রেখেছে স্মৃতির কোনায়। স্কুদেত্তা হাতে ম্যারাডোনার বিখ্যাত সেই ছবির ব্যানার হাতে মাঠে উপস্থিত হয়েছিলেন সমর্থকরা। ছিল বড় বড় পতাকা। উদিনেসে কিংবা নেপলসে বড় বড় ব্যানারে ভিক্টর ওসিমেনদের পাশে শোভা পাচ্ছিলেন ম্যারাডোনাও।

ওসিমেনেদের পেছনে থেকে শক্তি জুগিয়েছেন জাদুকর ম্যারাডোনা

ফুটবল ইতালিয়ার প্রতিবেদন অনুযায়ী, উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ১০ হাজারের মতো নাপোলি সমর্থক হাজির ছিলেন। ৫০ হাজারের বেশি সমর্থক আরমান্দো স্টেডিয়ামে জমায়েত হয়ে জায়ান্ট স্ক্রিনে দেখেন খেলা। খেলা শেষে উৎসবের নগরীতে পরিণত হয় নেপলস। রাস্তায় নেমে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি ফোটাতে থাকেন। যেখানে না থেকেও সর্বত্র ছিলেন দিয়েগো ম্যারাডোনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা