× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে চান মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ০৯:১৮ এএম

কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে চান মিরাজ

বাংলাদেশের গরম আবহাওয়া ছেড়ে বাংলাদেশ দলের ঠিকানা এখন ইংল্যান্ড। সেখানে ১০ ডিগ্রি তাপমাত্রায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। কন্ডিশন বিরূপ হলেও মিরাজের চাওয়া সহজেই মানিয়ে নিতে পারবেন। পূর্বে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন : আইরিশ সিরিজের টিভি সম্প্রচার নিয়ে জটিলতা

নদীপাড়ের স্টেডিয়াম দ্য ক্লাউড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড। সেখানে নদীর বাতাস ও মেঘলা আবহাওয়া সব সময়ই পেসারদের পক্ষে কাজ করে। তাতে বাংলাদেশি স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোচের সঙ্গে কাজ করে বিরূপ আবহাওয়ায় নিজের সেরাটা দিতে চান মেহেদি হাসান মিরাজ, ‘এখানকার কন্ডিশনটা একটু ভিন্ন। তাই আমি কোচের সঙ্গে কথা বলেছি। যেহেতু স্পিনারদের জন্য এখানে লাইন-লেন্থটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির সুবাদে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে মিরাজের। সেই অভিজ্ঞতা আইরিশদের বিপক্ষে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘এখানে বিশ্বকাপ খেলেছি, চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে আমরা আলোচনা করছি, কীভাবে কী করা যায়। আশা করছি, খুব দ্রুতই আমরা একটা সমাধানে আসব কীভাবে ভালো বোলিং করতে পারি।’ চেমসফোর্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড বাংলাদেশের জন্য অচেনা হলেও মাঠ সম্পর্কে ধারণা নিয়েছেন দলের ক্রিকেটাররা। সেই ধারণায় পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল, ‘ যেহেতু আমরা যে মাঠে খেলব সোজা বাউন্ডারি একটু ছোট ও পাশের দিকে একটু বড়। তাই ওভাবেই আমরা পরিকল্পনা করছি।’

ইংল্যান্ডে খেলা হলে মাঠে থাকে বাংলাদেশি সমর্থকদের উপচে পড়া ভিড়। তাই সমর্থনটাও থাকে দারুণ। সেই সমর্থন বরাবরই উপভোগ করেন মিরাজ, ‘এটা (বাংলাদেশি সমর্থক) আমাদের দলের জন্য দারুণ ব্যাপার। আমরা লম্বা সময় পর এখানে এসেছি বিশ্বকাপের পর। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার। এখানে আমরা উপভোগও করি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে এই সিরিজ চ্যালেঞ্জিং হবে কি না সেই প্রশ্নের উত্তরে মিরাজের জবাব, ‘আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায় সব সময় চ্যালেঞ্জিং। ছোট-বড় দল না, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। আমরা কোনো দলকে ছোট করে দেখি না। সবাইকে সম্মান করে খেলার চেষ্টা করি। আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।’ কঠিন হলেও আগের অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানান মিরাজ, ‘আগে আমাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা ভালো টাচেও আছি। সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা