× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাঙ্গালুরু-লক্ষ্নৌ ম্যাচ ছাপিয়ে মাঠেই কথার লড়াই কোহলি-গম্ভীরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ০২ মে ২০২৩ ১০:৫১ এএম

ব্যাঙ্গালুরু-লক্ষ্নৌ ম্যাচ ছাপিয়ে মাঠেই কথার লড়াই কোহলি-গম্ভীরের

রানের বিচারে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচ। অথচ সেই ম্যাচেই উত্তাপ ছড়িয়ে গেছে অনেক। গতকাল রাতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ম্যাচে ডু প্লেসিসদের ১৮ রানের জয় ছাপিয়ে খবরের শিরোনাম কোহলি-গম্ভীর কথার লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়েছে দু’দলের খেলোয়াড়দের।

ঘটনার সূত্রপাত, ব্যাঙ্গালুরুর দেওয়া ১২৬ রান তাড়া করতে লক্ষ্মৌয়ের দ্রুত উইকেট পড়লে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। এসময় লক্ষ্মৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি করেন কোহলি। এরপর আফগানিস্তানের ক্রিকেটার নাবিন উল হকআউট হওয়ার সময়ও উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। যার জেরে খেলা শেষে হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলতে দেখা যায় নাবিন উলকে। কোহলিও জবাব দেন। পরে সেই বিতর্কে যোগ দেন গম্ভীর। পরিস্থিতি উত্তপ্ত হলে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দুদলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

এদিন ব্যাঙ্গালুরুকে ১২৬ রানে আটকে ফেলেছিস লক্ষ্নৌ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে ডু প্লেসিসের ব্যাট থেকে। কোহলি করেন ৩১ রান। আফগান স্পিনার নাবিন উল হকের শিকার ৩ উইকেট।

জবাবে ভালো শুরু পায়নি লক্ষ্নৌ। ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে তারা। শুরুতে চোটের কারণে ব্যাট করতে নামতে পারেননি লোকেশ রাহুল। লক্ষ্য কম হওয়ায় শেষ দিকে ব্যাট করলেও কিছুই করতে পারেননি তিনি। তার দল গুটিয়ে গেছে ১০৮ রানে।

কোহলি-গম্ভীরের মাঠের দ্বন্দ্বটা অবশ্য নতুন কিছু নয়, ২০১৩ আইপিএলে কলকাতার অধিনায়ক থাকাকালীনও ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলির সঙ্গে কথার বাকবিতন্ডায় দেখা গেছে গম্ভীরকে। তবে বাকবিতন্ডায় জড়ানোয় শাস্তিও পেয়েছেন দু’জনে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের ২.২১ ধারা লঙ্ঘন করেছেন গম্ভীর-কোহলি। যার শাস্তি হিসেবে ম্যাচ ফির পুরোটাই কেটে নেওয়া হয়েছে দু’জনের থেকে। এছাড়া লক্ষ্ণৌয়ের নবিন উল হককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা