× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফখরের সেঞ্চুরিতে পাকিস্তানের ৫০০তম জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১০:৪৫ এএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১১:২৫ এএম

ফখরের সেঞ্চুরিতে পাকিস্তানের ৫০০তম জয়

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতার পর ওয়ানডেতে এগিয়ে গেল পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাবর আজমের দল। ফখরের ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে গেছে ৯ বল বাকি থাকতে। আর তাতেই ম্লান হয়ে গেছে ড্যারিল মিচেলের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

ওয়ানডেতে পাকিস্তানের এটি ৫০০তম জয়। অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় পুরুষ দল হিসেবে এ রেকর্ড গড়ল পাকিস্তান।

ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট খরচায় পাকিস্তানকে ২৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে উইল ইয়াংয়ের ৮৬-এর পর ১১৩ রানের ইনিংস খেলেন মিচেল। বাকিদের ছোট ছোট ইনিংসে ৩০০ ছুঁইছুঁই সংগ্রহ পায় টম লাথামের দল। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন শাহিন, নাসিম ও হারিস।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। ঝুঁকি ছড়ান দলীয় শত রান পার করে পাকিস্তানের দুই ওপেনার। ৬০ রানে ইমাম উল হক ফিরলেও বাবরকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন ফখর। বাবর ৪৯ ও ফখর ১১৭ রানে আউট হলে দলকে জয়ের পথে এগিয়ে নেন রিজওয়ান। তার ৩৪ বলে অপরাজিত ৪২ রানে ভর করে সিরিজে লিড নেয় পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল আবারও মাঠে নামবে দুই দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা