× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১১:০২ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১১:৫০ এএম

সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বাংলাদেশ

ঈদের ছুটি শেষ। তবে ছুটির রেশ রয়ে গেছে এখনো।আড়মোড়া ভাঙেনি মিরপুরের হোম অব ক্রিকেটের। তবে জমজমাট হয়ে না উঠলেও ক্রিকেটের ব্যস্ততা থেমে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে মিরপুরে কথা বলেছেন পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক পিংকি। শ্রীলঙ্কা সিরিজের আগে জাহানারা স্পষ্ট করে জানালেন, বিশ্বকাপের বাছাইপর্বে আর খেলতে চান না। স্বপ্ন সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। ওই লক্ষ্যে শ্রীলঙ্কায় সেরা ক্রিকেট খেলতে চান বাংলাদেশের মেয়েরা।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। সেখানে শুরুটা ভালো হয়নি। এমনকি সর্বশেষ টি- টোয়েন্টি বিশ্বকাপেও স্বস্তির কোনো ফল আসেনি। শ্রীলঙ্কায় আর ব্যর্থতার বৃত্তে বন্দি থাকতে চায় না বাংলাদেশ। লঙ্কাদ্বীপ থেকে সর্বোচ্চ ভালো ফল আনার মানসিক প্রস্তুতি নিয়েছেন জাহানারা- জ্যোতিরা। জাহানারা বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো আছে। খুলনায় আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। ভালো ফল আনতে পারব, ইনশাল্লাহ।’ জাহানারার সুরে সুর মিলিয়ে ফারজানা হক পিংকি বলেন, ‘ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না।’

শ্রীলঙ্কা সফরের দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও সালমা খাতুন। নতুনদের দিয়ে তাদের অভাব পূরণের আশা নেই পিংকির। নতুনরা ভালো করলে ভালো ফল আসবে এমন সম্ভাবনা উঁকি দিচ্ছে তার মনে, ‘রুমানা-সালমা আপুদের না থাকাটা এক দিনে বা এক সিরিজে পূরণ হবে না। দলের বেশিরভাগই পরিণত ক্রিকেটার। তাদের এখন নিজেদের প্রমাণের সময়। তারা যদি ভালো করতে পারে, তাহলে আশা করি ভালো হবে।’ নিজের ওপরও আত্মবিশ্বাস রাখছেন পিংকি। শ্রীলঙ্কা সিরিজের আগে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। শ্রীলঙ্কায় সেটা ফল পাওয়ার আশা করছেন পিংকি। শুধু নিজের ব্যাটিং নয়, দলের সব ব্যাটারই ভালো করবে সেই বিশ্বাস আছে পিংকির মাঝে। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথম ৬-৭ ব্যাটার দলকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমি টপ অর্ডার ব্যাটার, ছোট ছোট টেকনিক নিয়ে কাজ করেছি। ইনশাল্লাহ শ্রীলঙ্কায় এর ফিডব্যাক দিতে পারব।’

শেষ কয়েক ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে কথা বলছে না। পেসার জাহানারা আলম অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। বরং বিশ্বাস করেন নিজেদের শক্তিমত্তার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বাংলাদেশে মেয়েরা। এ ছাড়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তার খেলার অভিজ্ঞতাও দলকে বাড়তি সুবিধা দেবে সেটাও মনে করিয়ে দেন। হংকংয়ে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলায় খুলনায় জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না জাহানারা আলম। সেখানে একই দলে জাহানারার সতীর্থ ছিলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। সেই অভিজ্ঞতাও বাংলাদেশ দলের ভালো করতে কাজে লাগবে বলে বিশ্বাস তার, ‘শ্রীলঙ্কার অধিনায়কের সঙ্গে একই দলে খেলার সৌভাগ্য হয়েছে। আমি জানি তার দুর্বলতা ও শক্তির জায়গা কী। তার মানসিকতা সম্পর্কেও জানি। এই দিক থেকেও নিজেদের কিছুটা এগিয়েও রাখতে পারব।’ শুধু আতাপাত্তুর সঙ্গে খেলার কারণে নয়, অভিজ্ঞতা ও টেকনিকেও নিজেদের এগিয়ে রাখছেন জাহানারা। ‘সত্যি বলতে, টেকনিক্যালি বা অভিজ্ঞতার দিক থেকে শ্রীলঙ্কার চেয়ে আমরা এগিয়ে আছি। তারপরও বলব যে, নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে।’Ñ যোগ করেন জাহানারা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছেন এই পেসার। ওমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বস্ব দিয়ে লড়াইয়ে নামতে চান। যাতে আর কখনোই বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে না হয়, ‘এখান থেকে কিছু পয়েন্ট অর্জন করে যাতে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করব, যতটা সম্ভব পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে। অবশ্যই আর বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলতে চাই না।’

শ্রীলঙ্কায় আগামী ২৯ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ থাকবে মেয়েদের সামনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা