× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাপুরে পা রেখেছেন নারী ফুটবলাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ২২:২৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ২২:২৬ পিএম

সিঙ্গাপুরে পা রেখেছেন নারী ফুটবলাররা

ঈদুল ফিতরটা রুমা আক্তার, জয়নব বিবি রিতাদের পালন করতে হয়েছে ঢাকায়, বাফুফে ভবনে। অনূর্ধ্ব-১৭ নারী দলের এ ত্যাগের কারণ সিঙ্গাপুরে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক পর্ব। সেই টুর্নামেন্টে অংশ নিতে ঈদের পরদিনই ঢাকা ছেড়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল। তার পরদিন আজ সোমবার সকালে পৌঁছেছে গন্তব্যে। আগামীকাল প্রথম অনুশীলনে নামবে দল। 

আরও পড়ুন : সপরিবারে বার্সেলোনায় মেসি, সঙ্গে ১৫ স্যুটকেস

এশিয়ান ফুটবল কনফেডারেশনের তত্ত্বাবধানে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া ২০২৪-এর বাছাই পর্বের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ আছে প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল হচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ বাছাই পর্ব। উদ্বোধনী দিনে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে। আর বাছাই পর্বের শেষ দিনে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গতকাল রবিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় আজ সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল। হোটেলে পৌঁছে সকালের নাস্তা সেরে সবাই গেছে বিশ্রামে, দীর্ঘ ভ্রমণক্লান্তির ঝক্কি যে কম কিছু নয়!

দুপুর ১টায় বিশ্রাম শেষে দুপুরের খাবারের পর্ব শেষ হয় দলের। এরপর এক দফা টিম মিটিংও হয়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দলের। আলোচ্য বিষয় যে আসন্ন দুটো ম্যাচই ছিল, তা আর বলতে। 

বিকালে দল ছিল হোটেলের আশপাশেই। সিঙ্গাপুরে প্রথম দিন অনুশীলনে নামেনি মেয়েরা। ২৬ তারিখে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রথম অনুশীলন সেশনটা আগামীকাল সারবে দল। 

যাত্রার আগে সংবাদ সম্মেলনে কোচ ছোটন, অধিনায়ক রুমা আক্তার থেকে শুরু করে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিদের সবাই জানিয়েছিলেন টুর্নামেন্টের বাছাই পর্বের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেরার প্রত্যয়। সিঙ্গাপুরে পা রেখে সে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাটা কেবল বেড়েছেই মেয়েদের।

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, পুরো দলই মুখিয়ে আছে দুটো ম্যাচের জন্য। তিনি বলেন, ‘আমি মনে করি মেয়েদের মনোযোগটা ম্যাচের দিকেই আছে। কীভাবে দুটো ম্যাচ বের করে আনা যায় সে দিকে মনোযোগ আছে সবার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা