× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইজডেনের বর্ষসেরা স্টোকস-মুনি, টি-টোয়েন্টিতে সূর্যকুমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১১:৫৬ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১১:৫৮ এএম

উইজডেনের বর্ষসেরা স্টোকস-মুনি, টি-টোয়েন্টিতে সূর্যকুমার

উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এই নিয়ে গত চার বছরে তিনবার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্টোকস। মেয়েদের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। টি-টোয়েন্টিতে উইজডেনের বর্ষসেরার খেতাব জিতেছেন সূর্যকুমার যাদব।

টেস্টে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন ইংলিশ অধিনায়ক। ২০২২ সালে স্টোকসের অধিনায়কত্বে ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। স্টোকস গত বছর ইংল্যান্ডের খেলা ১৫টি টেস্টেই ছিলেন। এই সময়ে ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেছেন বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে ৪টি ফিফটিও হাঁকিয়েছেন তিনি। বোলিংয়ে ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। বার্মিংহামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় অবদান।

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জেতানো স্টোকসের সতীর্থ জনি বেয়ারস্টো হয়েছেন ‘উইজডেন ট্রফি উইনার’। ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া এ পুরস্কারটি এবারই চালু করেছে উইজডেন।


টি-টোয়েন্টিতে দুরদান্ত এক বছর পার করেছেন ভারতীয় ব্যাটার সূর্য। যার ফলস্বরূপ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন তিনি। ২০২২ সালে ৩১টি টি-টোয়েন্টিতে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেন সূর্য। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো ব্যাটসম্যানের এক বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। এ ছাড়া উইকেটের চারপাশে সব উদ্ভাবনী শট খেলে বিশেষভাবে দৃষ্টি কাড়েন তিনি। এসময় তার স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। হাঁকিয়েছেন ৬৮টি ছক্কা। টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের কীর্তি এটিই।


মেয়েদের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। গত বছর ওয়ানডে ফরম্যাটে মুনি ১০০ গড়ে ব্যাট করেছেন। একইসঙ্গে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ ৭ম শিরোপা জয়ের ফাইনালেও হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা