× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্ডহিটিং অনুশীলনের ফল পাচ্ছেন হেটমায়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২০:৫৮ পিএম

হার্ডহিটিং অনুশীলনের ফল পাচ্ছেন হেটমায়ার

খেলার ফল ততক্ষণে ঝুলে পড়েছে গুজরাট টাইটান্সের দিকে। শেষ আট ওভারে রাজস্থান রয়্যালসকে তুলতে হবে ওভারপ্রতি ১৪ করে রান, হাতে আছে ছয়টি উইকেট। শেষ ৭.২ বলে ১১৩ রান তুলে সেই অসম্ভবকে সম্ভব করেছেন সঞ্জু স্যামসন ও শিমরোন হেটমায়ার। দুজনের মারমুখী ব্যাটিংয়ে দল জিতে যায় ৪ বল হাতে রেখে। আইপিএলে এমন ম্যাচ জিতে হেটমায়ার বলেছেন, এসব অনুশীলনের ফল।

রবিবারের ম্যাচে আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে গুজরাট। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান। ২৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার।

আরও পড়ুন: 

পাঁচ কিংবা ছয়, সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে পরিস্থিতির দাবি মিটিয়ে আসছেন ক্যারিবিয়ান হার্ডহিটার। আহমেদাবাদেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন। হেটমায়ার বলেছেন, ‘সত্যি বলতে, এটা অনুশীলন করি। কয়েকটি উইকেট পড়ে গেছে, ৮ ওভারে ১০০ রানের মতো করতে হবে—এই ধরনের পরিস্থিতি ভাবনায় রেখে অনুশীলন করাটা ম্যাচে সত্যি দারুণ কাজ করে। নিজের মানসিকতাকে ওভাবেই সেট করে রাখার চেষ্টা করি এবং এখনও পর্যন্ত তা কাজে দিচ্ছে।’

গুজরাটের অধিনায়ক শেষ ওভারে আফগান স্পিনার নুর আহমেদকে ডেকে আনেন। তখনই ম্যাচের ফল সেট করে ফেলেন হেটমায়ার, ‘সত্যি বলতে শেষ ওভারে স্পিনার আসায় আমি খুশি ছিলাম। কিন্তু আমার মনে হয় ভালোই করছিলেন নুর। তাই আমি চিন্তা করছিলাম, প্রথম বলে যদি দুই নিতে পারি পরেরটা পরে দেখা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা