× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবর-রিজওয়ানদের পাশে কোচ সাকলাইন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৯ পিএম

পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক।

রবিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে হারের পর অধিনায়ক বাবর আজমের ফর্ম নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং অ্যাপ্রোচে কোনো ভুল ছিল না বলেও জানিয়েছেন।

গতকালের ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ১৭১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৩ রানে জয় পায় দাসুন শানাকার দল।

এই ম্যাচে রিজওয়ান পাকিস্তানের হয়ে ৪৯ বলে করেন ৫৫ রান। ছয় ইনিংস মিলে তার সংগ্রহ ২৮১ রান। এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

তবে টি-টোয়েন্টির মতো ফরমেটে রিজওয়ান বেশ স্লো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তার স্ট্রাইক রেট ১১৭.৫৭। এটা নিয়েও অবশ্য চিন্তিত নন সাকলাইন। তিনি বিরাট কোহলির সঙ্গে তুলনা করে বলেন, কোহলি পাঁচ ইনিংসে ১৪৭.৫৯ স্টাইক রেটে করেছেন ২৭৬ রান।

সাকলাইন বলেন, প্রত্যেকেরই ক্রিকেট খেলার নিজস্ব স্টাইল আছে।

তিনি বলেন, বাবর আজম কপাল দোষে আউট হয়েছেন। পুরো আসরে রান না পাওয়া ফখর জামানের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন তিনি।

শুধু তাই নয়, ম্যাচ জেতায় কৃতিত্ব দিয়েছেন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

সাকলাইন মুশতাক বলেন, শ্রীলঙ্কা ৩১ ওভার ভালো খেলেছে। আর পাকিস্তান নিয়ন্ত্রণ করেছে মাত্র ৯ ওভার।


প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা