× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে ভালো করার সুযোগ মানছেন তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ০৯:৩৫ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৪১ পিএম

বিদেশে ভালো করার সুযোগ মানছেন তাইজুল

মিরপুরের উইকেটে ঘাস। বিষয়টা বেশ অবাক করার মতোই। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেটাই ঘটেছে। দিনের সেরা বোলার তাইজুল ইসলাম মনে করেন, এ ধরনের উইকেটে খেললে বিদেশের মাটিতেও আসবে সাফল্য।

আইরিশদের বিপক্ষে প্রথম দিনের শেষটা বাংলাদেশের জন্য ভালো হয়নি। তবে শুরুটা স্পিনারদের কল্যাণে ছিল বাংলাদেশময়। পেসাররা খুব বেশি সময় বল না করলেও পরিস্থিতি অনুযায়ী সেটা হতো বলে জানান তাইজুল। তিনি বলেন, ‘উইকেটে ঘাস ছিল। যার জন্য তিনজন পেসার খেলানো। পাশাপাশি তিনজন স্পিনারও ছিল। উইকেটের আচরণ অনুযায়ী আক্রমণের পরিকল্পনা আছে আর কি।’ 

বিদেশের মাটিতে এ রকম ঘাসের উইকেটেই বোলিং করতে হয় স্পিনারদের। দেশের মাটিতেই এর অনুশীলন হয়ে যাওয়ায় বিদেশে সুযোগটা কাজে লাগানো সম্ভব বলে মনে করেন তাইজুল, ‘এ ধরনের উইকেটে খেলতে গেলে অবশ্যই ভালো লাইন-লেন্থ লাগে। এ রকম উইকেটে যদি ভালো করতে পারি অবশ্যই বিদেশে গেলে আমাদের জন্য সুবিধা হবে।’ মিরপুরে ঘাসের উইকেটে ৫ উইকেট নেওয়া তাইজুল মনে করেন র‍্যাঙ্কিংয়ের ওপরের দল এলে অবশ্যই সুবিধা নেওয়া উচিত, ‘এর চেয়েও বড় দল যখন আসবে তখন সুবিধা নেওয়াটা স্বাভাবিক।’

মিরপুরের এ উইকেটে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়াটা কঠিন ছিল। তাতে অবশ্য খুশি তাইজুল। টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মতো ৫ উইকেট নেওয়া তাইজুল বলেন, ‘অবশ্যই ভালো লাগার বিষয় প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছি। আর উইকেটের যেমন অবস্থা, এ রকম উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন। তো আলহামদুল্লিলাহ যে ৫ উইকেট পেয়েছি।’

ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে ৫০০-৬০০ টেস্ট উইকেট দেখতে চাওয়ার আশাটাও আছে তার মধ্যে। এ নিয়ে তাইজুলের ভাষ্য, ‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই। বয়স হইছে বুড়া হয়ে যাই নাই তো (হাসি)।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা