× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ম্যাচ জিতেই শিরোপায় চোখ কোহলির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৩১ পিএম

এক ম্যাচ জিতেই শিরোপায় চোখ কোহলির

কাগজে-কলমে এগিয়ে থাকা কিংবা মাঠের পারফরম্যান্সের পরও ভাগ্যের সহায়তা প্রয়োজন হয়। সেখানটাতেই যেন বড্ড পিছিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলের ১৫টি আসর পেরিয়ে গেলেও শিরোপা খরা কাটেনি দলটির। তবে সেই আক্ষেপ এবার ঘুচাতে চায় বেঙ্গালুরু, ররিবার নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সে কথায় জানিয়েছেন বিরাট কোহলি।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় ১৭২ রানের লক্ষ্য ছোড়ে রোহিত শর্মার দল। ৪৬ বলে দলীয় সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিলক ভার্মা। জবাব দিতে নেমে কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ১৪৮ রানের জুটিতে ভর করে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বেঙ্গালুরু। ৪৩ বলে ৭৩ রান করে ডু প্লেসিস ফিরলেও দলকে জিতেই মাঠ ছাড়েন কোহলি। জয়ের পথে ৪৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। তার দল ম্যাচ জেতে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে।

ম্যাচ জয়ের পর নিজেদের স্বপ্নের কথা জানান কোহলি, ‘অনেক দিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম, মুম্বাই পাঁচটা ট্রফি জিতেছে, চেন্নাই চারটে। যদি আমি ভুল না হই, তাহলে সবচেয়ে বেশিবার প্লে-অফে ওঠার তালিকায় আমরা সবার আগে। তিনটে দল আটবার প্লে-অফে উঠেছে। আমরাও সেখানে রয়েছি। আপাতত আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগোনো। দলে যাতে ভারসাম্য থাকে সেই চেষ্টাই করব। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। যেমনটা আজ হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা