× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেসির জন্য জীবন দিতে পারে সতীর্থরা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ২০:১৫ পিএম

‘মেসির জন্য জীবন দিতে পারে সতীর্থরা’

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। মেসির হাত ধরে এসেছে বহুল আরাধ্যের ট্রফি। দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতরাকার বিশ্বকাপ স্বপ্ন পূরণে জীবন দিয়ে লড়াই করছে তার সতীর্থরা। পেছনে থেকে অগ্রণী ভূমিকা রেখেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের সেই গল্পই এবার স্কালোনি শুনিয়েছেন এএফএ স্টুডিওতে। জানিয়েছেন, মেসির জন্য জীবন দিতেও দ্বিধা ছিল না দলটির ফুটবলারদের।

ফ্রান্সের বিপক্ষে ডি মারিয়াকে বাম পাশে খেলানোটা ছিল তার বিশেষ কৌশল। সাফল্যও এসেছে তাতে। এ নিয়ে বলেন, ‘কথায় আছে, ফাইনাল খেলতে হয় না, জিতে হয়। জানতাম আমাদের ভিন্ন পরিকল্পনায় খেলতে হবে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটি ছিল স্বপ্নের চাল। সবাই জানত, ডি মারিয়া থাকলে ডান দিক দিয়ে আক্রমণে উঠবে, কিন্তু সেদিন আমি তাকে বাম দিকে খেলানোর ব্যাপারে স্পষ্ট ছিলাম। নিশ্চিত ছিলাম, এরকম খেলে আমরা ফ্রান্সকে সমস্যায় ফেলতে পারি। তারা কার্যত আমাদের জন্য কোন সমস্যা তৈরি করেনি। এরপরও আমাদের পেনাল্টিতে যেতে হয়েছিল, ফুটবলে এই জিনিসগুলি হয়ে থাকে।’

মেসির স্বপ্ন পূরণে পুরো দল কীভাবে এক হয়ে লড়াই করেছে, সে সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমাকে সবচেয়ে গর্বিত করে যা তা হল, মেসি বিশ্বকাপ উপভোগ করতে পেরেছিলেন। সৌদির বিপক্ষে ধাক্কা খাওয়ার পর লকার রুমে রুদ্রিগো সবাইকে বলেছিল, মেসি আমাদের অনেক কিছু দিয়েছেন। এখন তার জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। এটা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও কুটি (ক্রিস্টিয়ান রোমেরো, (নাহুয়েল) মলিনা কিংবা লিসান্দ্রো (মার্তিনেজ) মেসির জন্য প্রয়োজনে একে অপরের শিরা কাটতে পারে।’

এ সময় দলের সদস্যদের সঙ্গে মেসির সম্পর্ক তুলে ধরতে গিয়ে স্কালোনি বলেছেন, ‘দলের সদস্যরা মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেই দেখে। তারা মেসির জন্য জীবন দিয়ে দিতে রাজি। এটা ভিন্ন এক রসায়ন তৈরি করে। যেটা ফুটবলের জন্য বড় ব্যাপার, এটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রতিচ্ছবিও।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা