× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পাবে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২৩:২৪ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২৩:২৭ পিএম

ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পাবে আর্জেন্টিনা

৩৬ বছরের শিরোপা খরা লুসাইলে ঘুচিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেদের সামনে ছয় বছরের অন্য এক অপেক্ষার পালা ঘোচানোর সুযোগ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানাচ্ছে, ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা জাগিয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮৪০.৭৭। মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হারার কারণে পরবর্তী র‌্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। স্কোরিং সিস্টেম হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র‌্যাঙ্কিংয়ে অবস্থানসহ আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন বলছে, সে হিসাবে মরক্কোর কাছে হারে ব্রাজিল খুঁইয়েছে ৬.৫ পয়েন্ট।

আরও পড়ুন : কেদার যাদবের স্বস্তি

১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র‌্যাঙ্কিংয়ের দুইয়ে আর্জেন্টিনা। ছেলেদের ফুটবলে র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ ২০১৬ সালে শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসিদের দল পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে আর্জেন্টিনা, সংবাদমাধ্যমটির এমন মত।

নতুন র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠলে ব্রাজিল জায়গা হারাবে শীর্ষ দুইয়েরও। সেলেসাওরা নেমে যাবে শীর্ষ তিনে। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স বসবে শীর্ষ দুই নম্বর অবস্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা