× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২২:৪০ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিন

পুরো পৃথিবীকে এক সুতোয় বাঁধে একটা বিশ্বকাপ। বিশ্বের সব প্রান্তে পৌঁছায় যার উন্মাদনা। বহু ফুটবলারের আজন্ম স্বপ্ন এটিকে ছুঁয়ে দেখা। অমৃতের স্বাদ নেওয়া। যেই স্বাদ নিয়ে ফুটবল ইতিহাসে অমর হয়েছেন অনেকেই। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও তার ব্যতিক্রম ছিলেন না। ক্যারিয়ারজুড়ে সম্ভাব্য সব জেতা মেসির আজন্ম আক্ষেপ হয়েছিল ওই বিশ্বকাপ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে সেই স্বাদও নেওয়া হয়েছে তার। হয়েছেন সেরাদের সেরা। তার হাত ধরেই ৩৬ বছর পর বুয়েনস আয়ার্স শহরে হয়েছে আনন্দমিছিল। কাতার বিশ্বকাপ জয়ের ১০০ দিন ছিল গতকাল। দিনটিকে রাঙিয়ে রেখেছেন আর্জেন্টাইনরাও।

আগেও বহুবার জন্মভূমিতে ফিরেছেন মেসি। চারদিকে এমন সাজসাজ রব আগে কখনোও চোখে পড়েনি তার। ক্লাব ফুটবলের ছুটিতে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে খেলতে আর্জেন্টিনায় এসেছিলেন। এসে দেখেন তার জন্য প্রস্তুত সবাই। যেন বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ফিরলেন। যেই উৎসবের মধ্যমণি তিনি। মেসিসহ পুরো বিশ্বকাপজয়ী দলকে বরণ করে নিল দ্য মনুমেন্তাল স্টেডিয়ামের ৮৪ হাজার সমর্থক। মেসিও উজাড় করে দিলেন তার সমর্থকদের। বাঁ পায়ের জাদু দেখিয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এখানেই শেষ নয়।

আরও পড়ুন : কবে ফিরবেন নেইমার

ওই জয়ের পর মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এবার তাকে সম্মান দেখিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। মেসির হাতে বিশ্বকাপ এই আদলে একটি ভাস্কর্য তৈরি করেছে তারা, যা থাকবে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কি তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন। 

এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’ তার থেকে এমন কথা শুনে উচ্ছ্বসিত মেসিও, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থকে ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন, ‘এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনও এমন কিছু পাওয়ার কথা ভাবিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা