× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওজিল: মুসলিম বিশ্বের ত্যাগী ফুটবলার

হেলাল নিরব

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৬:২০ পিএম

ওজিল: মুসলিম বিশ্বের ত্যাগী ফুটবলার

সতর্ক করা হয়েছিল মেসুত ওজিলকে। এজেন্ট থেকে সতীর্থ হয়ে পরিবার—সবাই বলেছিলেন, ‘চীনের বিপক্ষে সোচ্চার হইও না, ওদের বাজার ফুটবলে অনেক বড়। তোমার ক্যারিয়ারে ধস নামতে পারে।’ ওজিল নিজেও জানতেন ‘ফল ভালো হবে না’, কিন্তু সাবেক জার্মান তারকা ফুটবলার হাঁটলের আপন পথে, অন্যায়ের বিরুদ্ধে তর্জনী ওঠালেন। ‘পূর্ব তুর্কিস্তান : মুসলিম উম্মাহর রক্তক্ষরণ’ শিরোনামে উইঘুর ইস্যুতে টুইটারে মতামত জানিয়ে হলেন বিশ্বের আলোচিত-সমালোচিত ব্যক্তি। সেই ঘটনার পর হুট করে একে একে সব হারিয়ে বসেন ওজিল।

আর্সেনালের তথা প্রিমিয়ার লিগের অন্যতম দামি খেলোয়াড়কে বসতে হলো বেঞ্চে, কাটা গেল বেতন, শুনতে হলো দুয়ো। মুসলিম বলেই সেদিন লড়াইটা মাঠ ছাপিয়ে জারি রাখতে হলো বাইরে, বর্ণবাদের বিরুদ্ধে-ধর্মের পক্ষে, বিরোধীদের বিপক্ষে এবং নিজের সঙ্গে। বুক চিতিয়ে লড়ে গেলেন মাঝমাঠের চ্যাম্পিয়ন, ইস্পাতকঠিন তুর্কি বংশোদ্ভূত জার্মান তারকা লিখলেন নতুন গল্প, ইসলামের জন্য ত্যাগ করলেন নিজের প্রায় সবকিছু। সব হারিয়ে এখনও তিনি প্রায়শই শিরোনাম হন, কোথায়ও কোনো মানবিক অবস্থা জারি হলে সবার আগে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন, হিংসে ভুলিয়ে ভালোবাসায় ভরিয়ে দেন ওজিল। ফুটবল তারকা হিসেবে প্রথম সারিতে থাকবেন ইসলামকে বুকের গভীরে লালন করা বিশ্বকাপজয়ী ফুটবলার।

আর্সেনালে আসার পর ২৫৪টি ম্যাচ খেলা ওজিল উইঘুর মুসলিমদের নিয়ে টুইট করার পর মাত্র ১০টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। ফিট এবং ফর্মে থাকার পরও লম্বা সময় স্কোয়াডে জায়গা হয়নি। সেই আক্ষেপে একদিন নিজেকে প্রশ্ন করেন ওজিল, বলে ওঠেন—‘আমি মুসলিম বলেই কি আমার সঙ্গে এমন হচ্ছে?’

২০১৯ সালের শেষ দিকে উইঘুর মুসলিমদের ‘যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন ওজিল। চীনের উইঘুর নীতি ও মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার প্রতিবাদ জানান। যদিও চীন আজকের মতো তখনও ধারাবাহিকভাবে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করে আসছিল। মেসুতের পোস্টের পর জল গড়িয়েছে বহুদূর। ‘প্রো ইভল্যুশন স্কয়ার ২০২০ গেমস’-এর চীনা সংস্করণ থেকে ওজিলের নাম সরিয়ে নেওয়া হয়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের এক ম্যাচের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ওজিলের ৬০ লাখ ফলোয়ার মুহূর্তেই ‘নাই’ হয়ে যায়। দেশটিতে বন্ধ করে দেওয়া হয় ওজিল ফ্যান ক্লাবও। মিকেল আর্তেতার অন্যতম পছন্দের ওজিলও ব্রাত্য হয়ে পড়েন আর্সেনাল দলে। এককথায় সব হারিয়ে বসেন, পরে দলও ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন: ‘এখনও ২০ সেকেন্ড আছে, লড়ো’

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ২৫৪টি ম্যাচ খেলা ওজিল উইঘুর মুসলিমদের নিয়ে টুইট করার পর মাত্র ১০টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। ফিট এবং ফর্মে থাকার পরও লম্বা সময় স্কোয়াডে জায়গা হয়নি। সেই আক্ষেপে একদিন নিজেকে প্রশ্ন করেন ওজিল, বলে ওঠেন—‘আমি মুসলিম বলেই কি আমার সঙ্গে এমন হচ্ছে?’

জার্মানির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে দল ছেড়ে ছিলেন ওজিল

চীন সরকারের উইঘুর নীতির বিরুদ্ধে একটি মন্তব্য মেসুত ওজিলের জীবন বদলে দিয়েছিল। একটা সময় তার ক্যারিয়ারে ফুটবল ছাপিয়ে বড় হয়ে উঠেছিল রাজনীতি আর সে সংক্রান্ত আলোচনা। বর্ণবাদসহ নানা ইস্যুতে তার অবস্থান এবং বক্তব্যের জন্য আলোচিত হয়েছেন বারবার। জার্মান ফুটবলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ২০১৮ সালে মাত্র ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ছবি দিয়ে জার্মানিতে প্রচণ্ড সমালোচিত হন। মেসুত তখন প্রশ্ন রেখেছিলেন, ‘দেশটা তুরস্ক বলে? আমি মুসলিম বলে প্রশ্ন উঠেছে?’

মেসুত তখন প্রশ্ন রেখেছিলেন, ‘দেশটা তুরস্ক বলে? আমি মুসলিম বলে প্রশ্ন উঠেছে?’

কাতারের শ্রমিক ইস্যু ও সমকামী ইস্যুতে যখন মুখে হাত দিয়ে জার্মানরা ফটোসেশন করেন, সেখানেও প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওজিল। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সবার আগে সাহায্য পাঠিয়েছেন। প্রায়ই বিশ্বের অসহায় দেশগুলো অর্থ পায় তার, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা নিয়েও কোনো রাখঢাক না রেখে বলেছিলেন ওজিল

আরও পড়ুন: ঢাকায় রোনালদোভক্তদের আনন্দময় দিন

২০১১ সালের ইউরো কাপ যখন চলছিল তখন রমজান মাস, ওজিল তখনকার জার্মান দলের অন্যতম তারকা। মাঠে নামার আগে কোচ জোয়াকিম লো মেসুতকে ডেকে পাঠালেন, ‘ম্যাচ খেলবে না রোজা রাখবে।’ মিডফিল্ডের তারকা অকপটে বললেন, ম্যাচ খেলব, তবে রোজা রেখে। ইসলাম ও ধর্মের প্রতি তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবলারের শক্ত মানসিকতা প্রায় সবার জানা। ইসলাম ও মুসলিমের জন্য প্রতিবাদী এই কণ্ঠস্বর নিজের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন, নিজেকে নিয়েও শঙ্কায় ছিলেন। 

সেই প্রবাদপুরুষ, প্রতিবাদী কণ্ঠস্বর এখনও সচল, ইসলাম ও মানবতার জন্য অকপটে বলে যান সত্যের পক্ষে থাকার কথা। বিশ্ব ফুটবল তো বটে, মুসলিম হিসেবে সবার ওপরে থাকবেন সাবেক রিয়াল মাদ্রিদের প্লেমেকার। ফুটবলে মাঝমাঠে দাপট দেখিয়ে সতীর্থদের গোল করতে যেমন সাহায্য করে থাকেন, তেমনই মানবতার প্রশ্নেও সবার আগে আসবে মেসুত ওজিলের নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা