প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৮:০৬ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৮:৫২ পিএম
এক উদযাপন নিয়ে কত না কাণ্ড! কাতার বিশ্বকাপে গোলপোস্টের নিচের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ গোপনাঙ্গে পুরস্কার ঠেকিয়ে হয়ে উঠলেন আলোচনা-সমালোচনার মুখ্য চরিত্র। লুসাইলের ফাইনালের নায়কের অশ্লীল উদযাপন পরে ট্রেন্ড হয়ে যায়। বিশ্বকাপ শিরোপা সুরাহার তিন মাস পেরোলেও এখনও আলোচনায় এমি ও তার অশ্লীল উদযাপন।
আরও পড়ুন: আর্জেন্টিনায় মেসিকে বিশেষ সম্মাননা
বিতর্কিত সেই উদযাপন নতুন করে সামনে এনেছেন মার্তিনেজের স্ত্রী মান্ডিনহা। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার দিনে তার সঙ্গে পরে যোগ দিয়েছেন জেরোনিমো রুলির বান্ধবী রোসিয়ো সুয়ারেস। ছিলেন মার্কোস অ্যাকুনার বান্ধবী জুলিয়া সিলভা, জার্মান পেজেয়ার বান্ধবী অগাস্টিনা বাসকেরানো এবং গুইদো রদ্রিগেসের বান্ধবী ওয়াদা রামন।
এমির গোল্ডেন গ্লাভসের আলোচিত-সমালোচিত সেই ঢঙে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি নিয়ে উদযাপনে মেতেছিলেন তারা। আর্জেন্টাইন ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের কাণ্ডও রীতিমতো ভাইরাল। এর আগে একই ঢঙে ছবি তুলেছিলেন মেসিদের সতীর্থরাও। তবে মেসি কিংবা তার স্ত্রী কেউই ছিলেন না সেই উদযাপনে।