× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমে আর ভুল নয়: ধাওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৫:০৯ পিএম

প্রেমে আর ভুল নয়: ধাওয়ান

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০০৯ সালে পরিচয়। এরপর প্রেম। ২০১২ সালে দুই সন্তানের জননী আয়েশা মুখার্জিকে বিয়ে করেন শিখর ধাওয়ান। এরপর তাদের ঘরে এসেছে একটি পুত্র সন্তান। সুখেই কাটছিল সময়। হঠাৎই ভাঙনের সুর। ২০২১ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দু’জনে। যদিও এনিয়ে কখনো মুখ খুলেননি ধাওয়ান। অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট তারকা। জানিয়েছেন কোথায় ভুল ছিল। নতুন জীবন নিয়ে তার ভাবনাও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: মরক্কো ম্যাচে সমস্যা ছিল রেফারি: ক্যাসেমিরো

আরও পড়ুন: আর্জেন্টিনায় মেসিকে বিশেষ সম্মাননা

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন, ‘আমি মানুষ চিনতে ব্যর্থ হয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তটি ছিল আমার। কাজেই আমি অন্যের দিকে আঙুল তুলছি না। আমি ব্যর্থ হয়েছি কারণ এই সম্পর্কে আমি সচেতন ছিলাম না। আমি আজ ক্রিকেট নিয়ে বলতে পারি কারণ আমার ২০ বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু ওই ব্যাপারে আমি অভিজ্ঞ ছিলাম না।’

বিচ্ছেদ ও নতুন করে বিয়ে নিয়ে ধাওয়ান বলেন, ‘এই মুহূর্তে আমার বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এখন, আমি যদি আবার বিয়ে করতে চাই, সে ক্ষেত্রে আমি অনেক বেশি অভিজ্ঞ হব। আমি বুঝতে পারব আমার কী ধরনের মেয়ে দরকার; সে হবে এমন একজন যার সাথে আমি আমার বাকি জীবন কাটাতে পারি। যখন আমার বয়স ২৬-২৭ এবং আমি ক্রমাগত ক্রিকেট খেলছিলাম, আমি কোন সম্পর্কের মধ্যে ছিলাম না। আমি মজা করতাম, কিন্তু কখনও সম্পর্ক ছিল না। তাই, আমি যখন প্রেমে পড়েছিলাম, তখন সম্পর্কের মন্দ দিকটি চোখে পরেনি। কিন্তু এখন যদি আমি প্রেমে পড়ি, আমি সম্পর্কের সেই দিকগুলি দেখতে পাব। আর সেগুলো দেখতে পেলে আমি সামনে হাঁটব। যদি সে রকম না দেখি, আমি চালিয়ে যাব।’

নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সম্পর্কের ব্যাপারে তরুণদের পরামর্শ দিয়েছেন ধাওয়ান। বলেন, ‘তরুণরা, যখন সম্পর্কে জড়াবে, তখন তাদের এটি অনুভব করতে হবে। এটি গুরুত্বপূর্ণ। তাদের তাড়াহুড়ো করে আবেগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং বিয়ে করা উচিত নয়। একজন ব্যক্তির সাথে কয়েক বছর কাটান এবং দেখুন আপনার সঙ্গে তার সংস্কৃতি মেলে কি-না এবং আপনি তার সঙ্গ উপভোগ করেন কি-না। এটাও একটা ম্যাচের মতো; কারোর হয়তো ৪-৫টা সম্পর্কের প্রয়োজন হতে পারে, কারো সঠিক মানুষ খুঁজে বের করতে ৮-৯জন লাগতে পারে। এতে খারাপ কিছু নেই। আপনি এটা থেকে শিখবেন। আপনি যখন বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তখন দেখবেন আপনার অভিজ্ঞতা হয়ে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা