প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৩:৫৪ পিএম
মেসির আজন্ম আক্ষেপ ঘুচেছে কাতার বিশ্বকাপে। সব পাওয়া মেসির এখন আক্ষেপ বলতে কিছু নেই। আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটানোয় মেসিকেও দুই হাতে উজাড় করে দিচ্ছে আলবিসেলেস্তেরা। পানামা ম্যাচে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর মেসিকে বিশেষ সম্মাননা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা
পানামা ম্যাচে ৮৪ হাজার দর্শক বিশ্বকাপজয়ী দলকে বরণ করার পর বিশেষ সম্মাননা হিসেবে মেসির নামে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পের নামকরণ করেছেন তাপিয়া, যা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীও।
অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবি শেয়ার করে এএফএর প্রধান জানান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’
বিশেষ এই সম্মাননা পেয়ে ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’
সোমবার দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।