× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১১:২০ এএম

সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে। আজ তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে পরিণত। আইরিশদের বিপক্ষে সিলেটে আজ শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশ শিবির বেশি স্বস্তিতেই। আগের দুই ম্যাচে তিনশ পেরোনো সংগ্রহ পাওয়ায় টগবগে আত্মবিশ্বাসে ভরপুর ক্রিকেট দল। সেই আত্মবিশ্বাস ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করাটাই এখন লক্ষ্য। আজ দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ।

সিরিজের শেষ ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম শেষ ম্যাচের দলে নেই। তাদের জায়গায় অবশ্য নতুন কাউকে ডাকা হয়নি। আফিফ এবং শরিফুল দুইজনের কেউই অবশ্য প্রথম দুই ওয়ানডের কোনোটিতেই খেলেননি। তারা বাদ পড়লেও দলে আছেন ইনজুরি আক্রান্ত মেহেদি হাসান মিরাজ। ইনজুরি কাটিয়ে তিনি শেষ ম্যাচে আজ খেলবেন কিনা, সেটা অবশ্য নিশ্চিত নয়। 

আরও পড়ুন : ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হয়তো ১০-১২ হাজার হতো’

তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশের ব্যাটাররাও দারুণ ছন্দে। টানা দুই ম্যাচে তিনশর বেশি দলীয় সংগ্রহই প্রমাণ করে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে দল। অধিনায়ক তামিম ইকবাল দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ। তবে নিয়মিত ছন্দে ব্যাটিং করেছেন ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া তরুণ তাওহিদ হৃদয়। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট হেসেছে ৪৯ রানে।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো নাজমুল হোসেন শান্তর ব্যাট আইরিশদের বিপক্ষেও নিয়মিত হাসছে। শেষ ম্যাচেও তার ব্যাট হাসবে এমনটাই প্রত্যাশা। ব্যাটারদের মতো ছন্দে আছেন বোলাররাও। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে বোলাররা বোলিংয়ের সুযোগ হারিয়েছেন। প্রথম ওয়ানডেতে আইরিশদের বেশ ভুগিয়েছে বাংলাদেশের বোলিং লাইনআপ। বিশেষ করে এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং। যদিও দ্বিতীয় ওয়ানডের একাদশে জায়গা পাননি মুস্তাফিজ। তার বদলি হিসেবে একাদশে ছিলেন হাসান মাহমুদ। বৃষ্টির কারণে অবশ্য বোলিং করতে পারেননি।

দ্বিতীয় ওয়ানডের দল নিয়েই আজ খেলতে পারে বাংলাদেশ। দেশের মাটিতে সর্বশেষ ১৪ ওয়ানডে সিরিজে মাত্র দুইবার হেরেছে বাংলাদেশ। দুইবারই হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ সিরিজে ইংল্যান্ডের কাছে হারের ওই ক্ষত নিয়েই আয়ারল্যান্ডকে এবার আতিথ্য দিচ্ছে। প্রথম ম্যাচেই আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে পুনরায় জেগে ওঠার আভাসটা দিয়ে রেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ছিল ওই ধারাবাহিকতা। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় শেষ পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে না পারলেও শেষ ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজটা জিততে চাইবে বাংলাদেশ। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় বাংলাদেশ দলে চলছে পরীক্ষা-নিরীক্ষা। শুরুর দুই ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে আজও দাপুটে ক্রিকেট খেলেই সিরিজ জয়ের ট্রফিতে হাত রাখতে চায় বাংলাদেশ। 

সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা