× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ট্রফিতেও চোখ তুহিনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

বিশ্বকাপ ট্রফিতেও চোখ তুহিনের

শিরোপা জেতার আনন্দটাই আলাদা। আর সেটা যদি হয় দেশের মাটিতে। আর শিরোপাটা যদি হয় আন্তর্জাতিক। মেলে যদি হ্যাটট্রিক ট্রফি জয়ের স্বাদ। তাহলে তো উচ্ছ্বাসের কোনো কূলকিনারা থাকে না। বাংলাদেশ জাতীয় কাবাডি দল গতকাল সেটাই করে দেখিয়েছে। অপ্রতিরোধ্য বাংলাদেশকে কেউ দমাতে পারেনি। তাইতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত থেকে শ্রেষ্ঠত্বের স্বাদ নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ফাইনালে চায়নিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে (৩টি লোনাসহ) হারিয়ে শিরোপা ধরে রেখেছেন স্বাগতিকরা।

টানা তৃতীয়বার শিরোপা জিতে গর্বিত তুহিন তরফদার। ট্রফি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নামে উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন, ‘তৃতীয়বারের মতো আমার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের অধিনায়ক হিসেবে আমি খুব আনন্দিত, গর্বিত। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। যাঁর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ আসরের ট্রফি বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নামে উৎসর্গ করছি।’

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অধিনায়ক তুহিন। জিততে চান বিশ্বকাপ ট্রফি, ‘মিডিয়াকেও ধন্যবাদ, আমাদের উৎসাহিত করতে মিডিয়া ব্যাপক ভূমিকা রেখেছে। মিডিয়ার মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডিকে সবাই আরও ভালোভাবে জানতে পারছে। প্রচার-প্রসার বেড়েছে। আমরা এশিয়ান পর্যায়ে, বিশ্বকাপ থেকে ট্রফি এনে দিতে চাই।’

টুর্নামেন্টের ফাইনালের সঙ্গে এশিয়ান গেমস ও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১০ সালের পর এশিয়ান গেমসে কোনো পদক পাননি দেশের ছেলেরা। এবার সেই খরা দূর করতে চান তুহিন, ‘ঈদের পর ভারতে সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের নিয়ে ট্রেনিং হবে। ভারতের বিভিন্ন প্রদেশের সঙ্গে আমরা টুর্নামেন্ট খেলব। যদি আমরা টুর্নামেন্টগুলো খেলতে পারি এবং প্লেয়ারদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাই তাহলে এশিয়ান গেমসে ভালো একটা পদক বলছি না গোল্ডই পাব। তবে একটা না একটা পদক নিয়ে বাড়ি ফিরব।’

বারবার চ্যাম্পিয়ন হওয়ার রহস্যটা কী? টুর্নামেন্টে দুর্বল দলগুলো অংশ নিচ্ছে বলেই কি চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ? উত্তরে লাল-সবুজের জার্সিধারী দলের কাপ্তান বলেন, ‘টুর্নামেন্টে দুর্বল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি বলার সুযোগ নেই। চায়নিজ তাইপে অনেক ভালো খেলে ফাইনালে এসেছে। এমন একটা শক্ত প্রতিপক্ষকে প্রায় অর্ধেক পয়েন্টের ব্যবধানে হারিয়েছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি সেটাই তার প্রমাণ। পারফরম্যান্সের এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা কোরিয়া ও পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে পদক জিততে পারব।’

ধারাবাহিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে তরুণরা এখন কাবাডি খেলতে উৎসাহিত হবে। এ নিয়ে তুহিন বলেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমাদের কাবাডি ফেডারেশনের পরিকল্পনা আছে। ভারতের একটা প্রো-কাবাডি লিগ হয়। আমাদের বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেই আদলে একটা টুর্নামেন্ট করতে চাচ্ছে এবং সেটা যখন শুরু হবে, আমাদের তরুণরা উঠে না এলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়।’

বীরের বেশে শিরোপা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তুহিন। সরকারপ্রধানের কাছে চান ভালো একটা প্রাইজমানিও, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী। তার বাবার নামে এ টুর্নামেন্ট। তিনবার ট্রফি আমরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে উৎসর্গ করেছি। আমি চাই প্রধানমন্ত্রী আমাদের কাবাডির দিকে একটু তাকালেই কাবাডি অনেক কিছু পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ভালো একটা প্রাইজমানি চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা