× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

রুমাদের সামনে ভুটান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৬:০৩ পিএম

রুমাদের সামনে ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের শিরোপাখরা কেটেছে। সেটা গত বছর নেপালের মাঠে। প্রথম সাফ শিরোপা জয়ের সুখস্মৃতি সঙ্গী করে সাফে আরও একটি শিরোপা জেতেন দেশের মেয়েরা। গত ফেব্রুয়ারিতে শিরোপাটা অবশ্য এসেছে বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠের এ সাফল্যের ধারা ধরে রাখতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের মাঠে আরও একটি শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ।

ভেন্যু একই। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম। টুর্নামেন্ট শুধু আলাদা। তবে এটাও সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি আজ মাঠে গড়াচ্ছে। একই মাঠে গত ফেব্রুয়ারিতে ট্রফি জয়ের উৎসবে মেতেছিলেন দেশের কন্যা। সেই শিরোপা উৎসবের পুনরাবৃত্তির মঞ্চটা প্রস্তুত। এবার নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পালা।

খেলা বাংলাদেশে হলেও উদ্বোধনী ম্যাচে খেলছে না স্বাগতিকরা। টুর্নামেন্টের পর্দা উঠবে নেপাল-ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে। দুদল মাঠে নামবে বেলা ৩টা ১৫ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্যাপ্টেন রুমা আক্তারের দল। মাঠের লড়াইয়ে বাংলাদেশের ‘শত্রু’ ভুটান। তবে প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না দেশের মেয়েরা। মাঠে সেরা খেলাটা খেলেই জয় ছিনিয়ে নিতে চান তারা। দুদলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

আরও পড়ুন : ঢাকায় রুশ নারী ফুটবলাররা

উয়েফার অর্থায়নে সাফ কর্তৃপক্ষ বাংলাদেশের মাটিতে আয়োজন করছে এ টুর্নামেন্ট। আসরের বিশেষ নজর রাশিয়ার দিকে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে খেলতে না পারায় রুশ টিমকে সাফে খেলতে পাঠিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। বাংলাদেশের ফুটবলাররা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন রাশিয়ার জন্য। রুশ টিমের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২২ মার্চ। 

রুশ কন্যাদের বিপক্ষে খেলার জন্য যেন তর সইছে না বাংলাদেশের মেয়েদের। নতুন প্রতিপক্ষকে মোকাবিলা করার আগে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। আপাতত চোখ নিজেদের প্রথম ম্যাচেই। ক্যাপ্টেন রুমা বলেন, ‘অনূর্ধ্ব-১৫-এর পর আমরা ক্লাব ফুটবল খেলে এই টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করি। সিনিয়রদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলেছি। কঠিন পরিশ্রম করেছি। সবার দোয়া চাই। রাশিয়ার সঙ্গে খেলে অবশ্যই শিখতে চাই। তবে আমাদের প্রথম ম্যাচ যেহেতু ভুটানের বিপক্ষে, আপাতত আমাদের ফোকাস ওই ম্যাচে।’

কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, দেশের মেয়েরা ম্যাচ বাই ম্যাচ ধরে খেলবে, ‘এই দলটাই অনূর্ধ্ব-১৫তে খেলেছে। এরপর তারা ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত ছিল। ১ জানুয়ারি থেকে তারা এই টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করেছে। সিনিয়রদের সঙ্গেও বেশ কিছু সেশনে অনুশীলন করেছে তারা। রাশিয়ার বিপক্ষে খেলা অনেক বড় সুযোগ। আমরা সব সময় দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে খেলি, এবার সুযোগ এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে খেলার। তারা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে খেলব।’

রাশিয়ার সঙ্গে খেলে অভিজ্ঞতা বাড়বে মেয়েদের। কোচ ছোটন ভাবছেন সেটা নিয়েও, ‘এটা মেয়েদের জন্য শেখার এবং অভিজ্ঞতা অর্জনের খুব ভালো সুযোগ। তারা রাশিয়ার খেলার ভিডিও দেখে অনুশীলন করছে। রাশিয়ার সঙ্গে খেললে নিজেদের উন্নতির জায়গাগুলো সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে। সবাই রাশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মুখিয়ে আছে। টুর্নামেন্টের ফেবারিট রাশিয়া। আমরা আমাদের সেরাটা দেব।’

রুমা আক্তাররা লড়বেন ভারতের বিপক্ষেও। প্রতিবেশী দেশটির বিপক্ষে দেশের মেয়েরা মাঠে নামবেন ২৪ মার্চ। লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের সঙ্গে খেলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা