× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাবল হ্যাটট্রিক মিসে হাল্যান্ডের আক্ষেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২৩:০৯ পিএম

ডাবল হ্যাটট্রিক মিসে হাল্যান্ডের আক্ষেপ

দিন দুয়েক আগে মাঠে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের ফিরতি লেগে নিজেদের মাঠে আরবি লাইপজিগকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে কোচ পেপ গার্দিওলার দল। দলকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তোলার পথে থ্রিলার ম্যাচে দানবীয় পারফরম্যান্স দেখিয়েছেন আর্লিং হাল্যান্ড। নরওয়ের এ তারকা ফরওয়ার্ড একাই করেন পাঁচ গোল। রোমাঞ্চকর ম্যাচে জাদু দেখিয়েও আক্ষেপে পুড়ছেন অপ্রতিরোধ্য এ তরুণ তুর্কি।

কারণ ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি। কোচ গার্দিওলা তাকে তুলে না নিলে আরও গোল পেতে পারতেন। আর সেটা হলে চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস লিখে ফেলতে পারতেন হাল্যান্ড। কারণ তার আগে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করেছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন এ জাদুকর কীর্তিটা গড়েন বায়ার লেভারকুসেনের বিপক্ষে। শেষ পর্যন্ত খেলতে পারলে পিএসজির এ মেগাস্টারকে পেছনে ফেলতে পারতেন হল্যান্ড।

ম্যাচের ৫৭ মিনিটের মধ্যে লাইপজিগের জালে ৬ গোল দিয়ে ফেলেছিল সিটি। যার পাঁচটিই ছিল হালান্ডের। এরপর আর মাত্র পাঁচ মিনিট মাঠে ছিলেন হালান্ড। তার জায়গায় আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজকে মাঠে নামান গার্দিওলা। হাল্যান্ড মাঠ ছাড়ার পর ম্যানসিটির গোলের ফোয়ারা বন্ধ হয়ে যায়। তারা পায় মাত্র আর একটি গোল।

নতুন ইতিহাস গড়তে পারেননি হাল্যান্ড। তাই তো ম্যাচ শেষে আক্ষেপের সুর ঝরল তার কণ্ঠে, ‘যখন আমি মাঠ ছাড়ি তখন তাকে (গার্দিওলা) বলেছিলাম যে, আমি ডাবল হ্যাটট্রিক করতে চাই - কিন্তু আমি কি করতে পারি!’

হাল্যান্ডকে কেন মেসির রেকর্ড ভাঙতে দিলেন না পেপ গার্দিওলা? প্রশ্নটা ছুটে গিয়েছিল কোচের কাছে। বেশ মজার উত্তরই দিয়েছেন গার্দিওলা, 'যদি ও ২২-২৩ বছর বয়সে এই মাইলফলক ছুঁয়ে ফেলে। তাহলে ওর জীবন বিরক্তিকর হয়ে উঠবে। এখন ওর একটা লক্ষ্য রইল। সেজন্য তুলে নিয়েছি। (বায়ার) লেভারকুসেনের বিপক্ষে মেসির রেকর্ডটা আমার জানা ছিল না। তবে সাধারণত ম্যাচ (কার্যত) শেষ হলেও সব খেলোয়াড়কে যতটা সম্ভব খেলতে দিতে চাই আমি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা