× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২৩:১৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২৩:২৩ পিএম

বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৪টায়। সন্দেহ নেই এ ম্যাচে হট ফেভারিট আর কেউ নয়, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে সঠিক কক্ষপথেই রয়েছে ক্যাপ্টেন তুহিন তরফদারের দল। 

প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ধসিয়ে দেয় স্বাগতিকরা। অন্যদিকে নেপাল দুই ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক ম্যাচে হার মেনেছে। মঙ্গলবার ইরাকের কাছে ৪৮-৪৯ পয়েন্টে হারলেও আজ ইংল্যান্ডকে ৩৯-২৪ পয়েন্টে ধরাশায়ী করেছে হিমালয়কন্যার দেশটি।

দক্ষিণ এশিয়ার দেশ নেপালকে হারিয়ে জয়ের ধারায় থাকার প্রত্যয় বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারের কণ্ঠে, ‘আগের দুই ম্যাচের মতো একই ছন্দে খেলতে চাই আমরা। পোল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে আমরা যে নৈপুণ্য দেখিয়ে জিতেছি, সেভাবেই সবাই খেলব।’

বাংলাদেশ কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতের কথা, ‘ছেলেরা হ্যাটট্রিক শিরোপা জেতার প্রত্যয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের খেলাতেও সেটা স্পষ্ট। আশা করি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখবে তারা।’ আগামীকালের ম্যাচ জিতলে টানা তিন জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে স্বাগতিকরা।

অন্যদিকে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে থাইল্যান্ডও। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি আজ হারিয়েছে আসরের শক্তিশালী দল কেনিয়াকে। কেনিয়াকে ৪২-৪৭ পয়েন্ট ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে কোর্ট ছাড়েন থাই খেলোয়াড়রা। ম্যাচের প্রথমার্ধে ২২-১৭ পয়েন্টে এগিয়ে ছিল থাইল্যান্ড। থাইদের দ্বিতীয় জয়ের দিনে টানা দ্বিতীয় হার দেখল গেল দুই আসরের রানার্সআপ কেনিয়া। এর আগে দলটি চাইনিজ তাইপের কাছে পরাজিত হয়। টানা দুই হারে সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন করে ফেললেন আফ্রিকান প্রতিনিধিরা।

আজ এশিয়ার দেশ ইরাক মুখোমুখি হয়েছিল ইউরোপের দেশ পোল্যান্ডের। দুই দলই জিততে মরিয়া ছিল। ফলে ম্যাচটি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শ্রেয়তর নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের ওপর শেষ ১০ মিনিটে প্রাধান্য বিস্তার করে জয়ের হাসি হাসে ইরাকই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা পোল্যান্ডকে হারায় ৩৮-৩১ পয়েন্টে (২টি লোনাসহ)। গ্রুপ ‘এ’-এর এই ম্যাচের প্রথমার্ধে পরাজিত দল এগিয়েছিল ১৫-৯ পয়েন্টে। অসাধারণ খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান বিজয়ী দলের আরি সারি সবর আল-সাইদি। 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে চাইনিজ তাইপেরও জয়রথ অব্যাহত রয়েছে। কেনিয়ার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি আজ হারিয়েছে ইন্দোনেশিয়াকে। জয়ের ব্যবধান ৩৮-২২ পয়েন্টের। ম্যাচের প্রথমার্ধে ১৩-১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ম্যাট ছাড়েন চাইনিজ তাইপের খেলোয়াড়রা। প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়া ইন্দোনেশিয়া দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা