× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

বার্নাব্যুতে প্রতিশোধ না পুনরাবৃত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:০০ পিএম

৩ গোলে এগিয়েও স্বস্তিতে নেই আনচেলত্তি, তবে আশা দেখছেন ক্লপ (ছবি: Opta analyst)

৩ গোলে এগিয়েও স্বস্তিতে নেই আনচেলত্তি, তবে আশা দেখছেন ক্লপ (ছবি: Opta analyst)

শেষ আটে যেতে ইতিহাস গড়তে হবে লিভারপুলকে—চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কোনো দল প্রতিপক্ষের মাঠে ৩ গোলে পিছিয়ে থেকে পরের পর্বে যেতে পারেনি। এমন হতাশাজনক পরিসংখ্যানে চোখ না রেখে জুর্গেন ক্লপ বরং দৃষ্টি সরাতে পারেন ‘দ্য মিরাকল অব ইস্তাম্বুল’ ম্যাচে। তর্কসাপেক্ষে ইউরোপসেরার মঞ্চের সবচেয়ে স্নায়ুচাপী ফাইনালের কোচকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লিভারপুল। ২০০৫ সালে শিরোপার মঞ্চে তখন এসি মিলানের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি, এবার আছেন রিয়াল মাদ্রিদের ডাগআউটের বস হয়ে। তুর্কিতে লিভারপুলের বিপক্ষে সেই হারের বদলা অবশ্য আগেই নিয়ে নিয়েছেন ইতালিয়ান কোচ, গেলবার অল রেডদের হারিয়েই দুহাতে উঁচিয়ে ধরেছিলেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অ্যানফিল্ড থেকে নিয়ে এসেছেন ৫-২ গোলের বড় জয়। এবার প্রতিশোধটা কাগজে-কলমে তাই স্রেফ জুর্গেন ক্লপ কিংবা লিভারপুলের। 

আজ রাত ২টায় মঞ্চও প্রস্তুত। তবে ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়াম নয় মাদ্রিদের দুর্গ খ্যাত সান্তিয়াগো বার্নাব্যুতে হবে টিকে থাকার, প্রতিশোধের কিংবা পুনরাবৃত্তির লড়াই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে যাওয়ার পর আনচেলত্তি গর্বের সঙ্গে বলেছিলেন, তুর্কিতে বসা ফাইনালের টিকিট কেটে রাখতে। জার্মান কোচের সেই স্বপ্নপূরণের প্রথম এবং বর্তমানে প্রধান বাধা রিয়াল। সেটি উতরাতে গেলে সালাহ-নুনেজদের দিয়ে আনচেলত্তিকে খুলতে হবে অনেকগুলো প্রশ্নের জট। প্রতিপক্ষের মাঠ বার্নাব্যুতে আনতে হবে স্মরণীয় প্রত্যাবর্তন, শুধু জিতলেই হবে নাশেষ ষোলোর লেগে রাতে স্কোরলাইন রাখতে হবে ৪ গোলের ব্যবধান। মাঠটি নিজেদের বলেই কি খানিকটা নির্ভার আনচেলত্তি কিংবা বেনজেমা-ভিনিসিউসদের রিয়াল!

আরও পড়ুন: স্বস্তিতে নেই আনচেলত্তি, ক্লপ ছেড়েছেন হাল

অ্যানফিল্ডে ৫-২ গোলে জয়ের পরও মাটিতে পা রেখেছেন আনচেলত্তি, শুনিয়েছিলেন লিভারপুল ফিরে আসতে পারে। সাবধানী অবস্থানে রিয়াল কোচ, শেষ আট নিশ্চিতে মঞ্চ বার্নাব্যুতে হলেও তুর্কির সেই ম্যাচও ফেরাতে পারে অল রেডরা। সেই শঙ্কা অথবা ভয় মাথায় রেখে বাঁকা চোখে পরিকল্পনা সাজাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ। ফাইনালের কিংবা অ্যানফিল্ডে লজ্জার প্রতিশোধ রিয়ালের মাঠে দেওয়ার স্বপ্নও বুনছেন ক্লপ।

শেষ ষোলোর প্রথম লেগের পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি করে ম্যাচ খেলেছে লিভারপুল ও রিয়াল। জয়ের পাল্লাটা সেখানে অল রেডদের ভারীম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল দেওয়ার যেমন কীর্তি এই কদিনে গড়েছে, তেমনি লিগ টেবিলের তলানির দল বোর্নমাউথের কাছেও হেরেছে। রিয়াল সবশেষ চার ম্যাচে তুলেছে মোটে একটিতে জয়, হেরেছেও একটিবার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো, বাকি দুটি ম্যাচে করেছে পয়েন্ট ভাগাভাগি। অন্যদিকে লিভারপুলের জয় দুটি, এক হারের সঙ্গে আছে একটি ড্র। এখন পর্যন্ত দুদলের মুখোমুখি দেখায় পাল্লাটা অবশ্য রিয়ালের দিকে ঝুঁকে, নয় ম্যাচের ছয়টিতে জিতেছে মাদ্রিদের চ্যাম্পিয়নরা। সবশেষ পাঁচ দেখায়ও স্পেনের ক্লাবটির বিপক্ষে জিততে পারেননি অল রেডরা।

আরও পড়ুন: কার ডাকে দুবাইয়ে সাকিব আল হাসান

রিয়াল আজ নামবে ৩০০তম চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে, অ্যানফিল্ডের পুনরাবৃত্তি বার্নাব্যুতে এনে ক্লাবের অন্যতম রাতটি রাঙাতে চাইবেন আনচেলত্তি। অন্যদিকে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে চলা জয়খরা কাটানোর পাশাপাশি শেষ আটের পথে চেয়ে থাকবে ক্লপের লিভারপুল। রাত ২টায় একই সময়ে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামবে নাপোলি। বুন্দেসলিগার ক্লাবটির মাঠ থেকে ২-০ গোলের জয় এনে এগিয়ে আছে সিরি আ’র ক্লাব নাপোলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা