× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

স্বস্তিতে নেই আনচেলত্তি, আশা দেখছেন ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৫:৪৬ পিএম

স্বস্তিতে নেই আনচেলত্তি, আশা দেখছেন ক্লপ

লিভারপুল অপেক্ষা যেখানে ‘মিরাকলের’, রিয়াল মাদ্রিদ বোধহয় সেখানে ক্ষণ গুণছে শেষ বাঁশি বাজার। প্রতিশোধ, পুনরাবৃত্তি কিংবা প্রত্যাবর্তন—সব ছাপিয়ে স্প্যানিশ জায়ান্ট ও ইংলিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য নির্ধারণের মঞ্চ, টিকে থাকারও বটে! সেই টিকে থাকার লড়াইয়ে একপ্রকার হাল ছেড়ে দিলেও আশা দেখছেন জুর্গেন ক্লপ। ৩ গোলে এগিয়ে থেকেও বার্নাব্যুতে বাঁকা চোখ রাখছেন রিয়ালের বস কার্লো আনচেলত্তি।

আজ রাত ২টায় শেষ ষোলোর মঞ্চে দ্বিতীয়বারের মতো লড়বে দুই দেশের দুই সেরা ক্লাব। দলটি লিভারপুল বলেই হয়ত ঘরের মাঠেও আনচেলত্তির কড়া নজর ম্যাচটিতে, অকপটে বলেছেন, স্বস্তিতে নেই তবে খেলবেন আগের মত—আক্রমণাত্মক। অল রেডদের বস জানিয়েছেন, তিনি এখনও আশাবাদী। যদিও তার ভয় খেলাটির ভেন্যু এবং প্রতিপক্ষকে। অ্যানফিল্ডে হেরে যেমন বলেছিলেন, শেষ আটে উঠে গেছে রিয়াল—এবারও তেমন জানিয়েছেন ক্লপ।

আরও পড়ুন: বার্নাব্যুতে প্রতিশোধ না পুনরাবৃত্তি

আশা-নিরাশা, স্বপ্ন-সম্ভাবনা কিংবা শক্তি-সামর্থ্য ছাপিয়ে পরিসংখ্যানের খেরোখাতা এগিয়ে রাখছে রিয়ালকে। প্রথম লেগে অ্যানফিল্ড থেকে তারা এনেছে ৫-২ গোলের জয়। বার্নাব্যুতে আনচেলত্তির দল শুরু করবে তিন গোলে এগিয়ে থেকে। লিভারপুল বসের শঙ্কাও সেখানে, ক্লপের তাই সহজ স্বীকারোক্তি, ‘তিন গোলের ব্যবধান পুষিয়ে দেয়ার মাত্র এক শতাংশ সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটুকু নিয়েই আমরা চেষ্টা করতে চাই। শতভাগ মানুষ মনে করেন, আমাদের কোনো সুযোগ নেই। আমিই একমাত্র যে কিনা মনে করছি, আমাদের সামান্য কিছু সম্ভাবনা আছে।’

সেই সামান্য সম্ভাবনাকেই ভয় আনচেলত্তির। এই লিভারপুলের কাছেই এসি মিলানের হয়ে শিরোপা খুইয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে সেই ফাইনালে ৩ গোলে এগিয়ে থেকেও হার দেখেছিলেন ইতালিয়ান কোচ। বার্নাব্যুও ‘মিরাকল অব ইস্তাবুল’ হোক সেটা চান না আনচেলত্তি, ‘মনস্তাত্ত্বিক দিক থেকে লিভারপুলের চেয়ে ম্যাচটি আমাদের জন্য আরও জটিল হবে। যাই হোক না কেন, তাদের প্রথম মিনিট থেকে সেরা পারফরম্যান্স করতে সব উজাড় করে দিতে হবে। দুটি কাজই ভালো করতে হবে আমাদের—রক্ষণ ও আক্রমণ। তবে আক্রমণের ব্যাপারে আমরা বেশি ভাবছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা