× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যান জোন থেকে

‘শান্ত তামিমের অভাব বুঝতেই দিচ্ছেন না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৩:০৪ পিএম

‘শান্ত তামিমের অভাব বুঝতেই দিচ্ছেন না’

রাজধানী ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ থেকে খেলা দেখতে এসেছিলেন ফয়সাল। লক্ষ্য বাংলাদেশের তরুণদের দারুণ খেলা দেখা। তার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের খেলা কেমন উপভোগ করছেন? উত্তরে বলেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ ভালো খেলছে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো খেলা চাট্টিখানি কথা নয়।’

দর্শক হিসেবে বাংলাদেশের উন্নতি কেমন উপভোগ করছেন। সেটাও যোগ করেন ফয়সাল, ‘ওদের (ইংল্যান্ড) বিপক্ষে আমাদের দল যে জিতবে, এটা বিশ্বাসই করতে পারিনি। টি-টোয়েন্টিতে খেলার ধরনটাই বদলে ফেলেছে।’

এক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকার হওয়া নাজমুল হোসেন শান্ত এখন নিয়মিত পারফর্মার। তার ব্যাটিংও এখন উপভোগ করেন তৃতীয় টি-টোয়েন্টি দেখতে আসা এই দর্শক। ভবিষ্যতে শান্ত দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হবে এমনটাই বিশ্বাস, ‘শান্ত এখন যেভাবে খেলতেছে, তাতে বাংলাদেশের বড় তারকা হবে।’ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের অনুপস্থিতি ভালোভাবে পুষিয়ে দিচ্ছেন সেটাও উল্লেখ করেন, ‘তামিমের অভাব বুঝতেই দিচ্ছেন না। এটা আমাদের দলের জন্য অনেক পজিটিভ।’

বিশ্বকাপে খারাপ খেলার পর হয়তো বুঝতে পারছে’

রাজশাহী থেকে একমাত্র নাজমুল হোসেন শান্তর খেলা দেখতে এসেছেন মাহিদুর রহমান। অনেক আগে থেকেই বাংলাদেশের এই ব্যাটারের সমর্থক তিনি। খারাপ কিংবা ভালো, সব সময় তাকে সমর্থন দিয়ে যেতে চান। শান্ত ফর্মে ফেরায় খুব খুশি।

টি-টোয়েন্টিতে সিরিজ জেতা বাংলাদেশের এমন পারফরম্যান্স প্রত্যাশা করেননি মাহিদুর। ওয়ানডেতে হতাশ করলেও টি-টোয়েন্টিতে দারুণ করবে এমন ভাবনাও ছিল না। তবে শান্তর ধারাবাহিক পারফরম্যান্সে খুশি। মাহিদুর বলেন, ‘শান্ত তো আমাদের এলাকার ছেলে। ওর খেলা দেখতেই আসছি। আজকে (গতকাল) ভালোও করছে।’

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘তরুণদের কারণেই মনে হয় বাংলাদেশ ভালো করছে। ওরা ভয়ডরহীন ভাবে খেলছে। ভয় না থাকার কারণেই বড় দলকে হারাতে পারতেছে।’

টি-টোয়েন্টি পারফরম্যান্সে খুশি হলেও ওয়ানডে নিয়ে হতাশ। হতাশা প্রকাশ করে বলেন, ‘তামিম-সাকিব দ্বন্দ্বের কারণে মনে হয় এমন হয়েছে। না হলে তো এমন হতো না। পরেরবার থেকে ঠিক করে নিলেই সব ঠিক হবে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিবর্তন নিয়ে তার ভাষ্য, ‘বিশ্বকাপে খারাপ খেলার কারণে মনে ওরা বুঝতে পারছে, ভালো খেলতে হবে। তাই ভালোভাবে প্রাকটিস করে আসছে।’

২০২৩ সালে শান্ত রান করবে...

টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে বারবারই ট্রলের শিকার হয়েছিল বাংলাদেশ। এমনকি মাঠে নামার আগেই মানসিকভাবে একরকম হেরে যেত। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিতেছে।

এমন ম্যাচ দেখতে এসে খুশি রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা সিফাত। বাংলাদেশের খেলা ভালো হচ্ছে বলে জানান। কেন ভালো হচ্ছে, সেটার নিজস্ব একটা ব্যাখ্যাও আছে তার। বলেন, ‘বাংলাদেশ খারাপ খেলার পর যখন সমালোচনা হয়েছে, সেটা থেকে শিক্ষা নিয়েই ওরা ভালো করতেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএলের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। অনেক বেশি ট্রলের শিকার হওয়ায় জেদের কারণে রানে ফিরেছেন বলে মনে করেন সিফাত। বলেন, ‘ওকে নিয়ে যত ট্রল হয়েছে, ওইটা থেকেই মনে হয় ওর মধ্যে জেদ কাজ করছে। আর এজন্যই ভালো করছেন।’

গত বছর পুরোটা সময় বাংলাদেশের রানমেশিন ছিলেন লিটন দাস। ২০২৩ সালে লিটন নয় বরং শান্তকে রানমেশিন মনে হয়েছে। সিফাত বলেন, ‘দেখবেন ২০২৩ সালের পুরোটা সময় শান্ত রান করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা