× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজ্জাকের স্পিন ভেলকিতে এশিয়া লায়ন্সের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৫:২০ পিএম

রাজ্জাকের স্পিন ভেলকিতে এশিয়া লায়ন্সের বড় জয়

সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। এরপর ঘরোয়া ক্রিকেট ছেড়ে সামলাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার নির্বাচনের কাজ। খেলা ছাড়লেও এখনও যে বোলিংয়ে ধার কমেনি এতটুকুও, তারই জানান দিয়েছেন গতকাল লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে ওয়ার্ল্ড জায়ান্টের বিপক্ষে। গতকাল তার ঘূর্ণিতে দিশাহারা ওয়ার্ল্ড লিজেন্ডসরা। ২ ওভার হাত ঘুরিয়ে ২ রান খরচায় ২ উইকেট তুলেছেন সাবেক এই বাংলাদেশি স্পিনার। সেই সুবাদে ৩৫ রানের বড় জয় পেয়েছে তার দল এশিয়া লায়ন্স।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পরিধি ১০ ওভারে নেমে এলে ব্যাটিংয়ে নামে এশিয়া লায়ন্স। ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে জমা করে ৯৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানের মিসবাহ উল হক। সাবেক লঙ্কান ওপেনার দিলশানের ব্যাট থেকে আসে ৩২ রান। তাতেই শাহীদ আফ্রিদির দলের সংগ্রহ দাঁড়ায় ৯৯ রান।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে ওয়ার্ল্ড লিজেন্ডসদের সুবিধা করতে দেননি এশিয়া লায়ন্সের বোলাররা। ২৩ রান করে ক্রিস গেইল ফেরার পর সিমন্স ফিরেছেন ১৪ রানে। এরপর শেন ওয়াটসনকে থিতু হতে দেননি আব্দুর রাজ্জাক। পরে রিচারডো পাওয়েলকেও রানের খাতা খুলতে দেননি রাজ্জাক। বোলিংয়ে এ সময় বেশ চেপে ধরে আফ্রিদিও। তিনিও শিকার করেছেন ২ উইকেট। শেষ পর্যন্ত এশিয়ান বোলারদের চাপে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে থামে ওয়ার্ল্ড লিজেন্ডস। তাতে ৩৫ রানের জয় পায় আফ্রিদির দল। আর এ জয়ে কাতারে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে এশিয়া লায়ন্স। বাংলাদেশিদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে এশিয়া লায়ন্সের হয়ে মাঠ মাতাচ্ছেন আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা