× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেঞ্চুরি হাঁকানো কোহলির একগাদা রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৩:৩০ পিএম

সেঞ্চুরি হাঁকানো কোহলির একগাদা রেকর্ড

ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট—এক এক করে তিন ফরম্যাটের সেঞ্চুরি খরা ঘুচিয়ে দিলেন বিরাট কোহলি। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি করেছিলেন ভারতের ব্যাটিং কিং, এরপর কেটে গেছে প্রায় চার বছর। এশিয়া কাপে টি-টোয়েন্টিতে শতরান হাঁকিয়ে শাপমোচনের পর সবশেষ চার ওয়ানডের তিনটিতেই করেছেন সেঞ্চুরি। সাদা পোশাকে খরা ঘোচাতে বেছে এবার বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে, সেঞ্চুরি হাঁকানোর দিনে গড়েছেন একগাদা রেকর্ডও।

বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দখলের টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ভারতের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরিতে ৪৮০ রানের জবাব দিচ্ছেন সমান তালে। ভারতের হয়ে শুভমন গিলের পর তিন অঙ্কের দেখা পেয়েছেন কোহলিও। ভারতের সাবেক অধিনায়কের এটি ক্যারিয়ারের ৭৫তম সেঞ্চুরি, সাদা পোশাকে ২৮তম।

আরও পড়ুন: লঙ্কানদের দিনে কিউইদের অস্বস্তি

সেঞ্চুরিতে রাঙানোর দিনে লাঞ্চের আগে এখন পর্যন্ত ৫ উইকেট হারানো ভারত তুলেছে ৪০৭ রান, চতুর্থ দিনেও অজিদের প্রথম ইনিংস থেকে পিছিয়ে ৭৩ রানে। ২৫০ বলে ৬ চারে ১০৬ রানে ব্যাট করছেন কোহলি, তাকে সঙ্গ দিচ্ছেন ৬ রান করা অক্ষর প্যাটেল। অজিদের হয়ে  এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন ও টড মার্ফি।

আহমেদাবাদে সেঞ্চুরি গড়া দিনে ডজনখানেক রেকর্ড নিজের নামে করেছেন কোহলি। দেশের মাটিতে পেয়েছেন দ্রুততম ৪ হাজার রান। ৭৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন কোহলি, ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত পারফর্মে ছাপিয়ে গেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে। কোহলি বনেছেন অজিদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার, এক নম্বরে আছেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা