× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ার্নের চওড়া হাসিতে পিএসজিতে অনিশ্চিত গালতিয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ০৯:১৮ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:১০ পিএম

বায়ার্নের চওড়া হাসিতে পিএসজিতে অনিশ্চিত গালতিয়ের

না, এবারও হলো না। আরও একবার চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে মাঠ ছাড়তে হলো মাথা নিচু করে। ইউরোপ-সেরা হতে সব তারকাকে একসঙ্গে জড়ো করেও দিন শেষে ফিরতে হলো খালি হাতে। শেষ ষোলোতেই থমকে গেল পিএসজির এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা। গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফের ২-০ গোলের হার। তাতেই দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে নিশ্চিত হয়েছে পিএসজির বিদায়। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে কোচ গালতিয়েরর পিএসজি ভবিষ্যৎ।

মাঠে নামার আগেই জানা ছিল সহজ হবে না বায়ার্নের মাঠে জয় পাওয়া। এর পরও পিএসজি সমর্থকরা স্বপ্নবাজ হয়েছিল মেসি-এমবাপেদের কথায়। উড়িয়েছিল আশার ফানুস। কিন্তু সেই ফানুস যে ফুটো হবে মাঝ আকাশে শঙ্কা ছিলই। সেই শঙ্কা সত্যি হয়েছে। আরও একবার স্বপ্নভঙ্গের হতাশায় নিমজ্জিত হতে হয়েছে পিএসজি সমর্থকদের।

প্রথম লেগে ঘরের মাঠেও বায়ার্নের বিপক্ষে ১-০ গোলে হারতে হয়েছিল। তবু মনের কোণে স্বপ্ন ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টারে যাবে পিএসজি। সেই স্বপ্নের পথে প্রথম ধাক্কাটা খায় ম্যাচের ৬১ মিনিটে। চুপো-মোতিং গোল করলে ফিকে হয়ে যায় শেষ আটের স্বপ্ন। এরপর ৮৯ মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেক ঠোকেন সার্জ জিনাব্রি। তাতেই নিশ্চিত হয় ২-০ গোলের জয়।

তার আগে অবশ্য প্রথমার্ধে আক্রমণে বেশ চাপেই রেখেছিল জার্মান জায়ান্টদের। বেশ কিছু সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। যার খেসারত ম্যাচ শেষে দিতে হয়েছে দলকে। পরাজয়ে মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।

চ্যাম্পিয়নস লিগ রেস থেকে ছিটকে পড়ায় নিজের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান গত জুলাইয়ে মৌরিসিও পোচেত্তিনোর বদলি হিসেবে নিযুক্ত গালতিয়ের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ? এটি সম্পর্কে কথা বলা সত্যিই খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। এটা স্পষ্টতই ক্লাবের ব্যবস্থাপনা এবং সভাপতির ওপর নির্ভর করে। একটা হতাশা আছে। এ প্রতিযোগিতা নিয়ে ক্লাবের অনেক আশা ছিল। আমি অনেক শক্তি ও সংকল্প নিয়ে মৌসুমের শেষ দিকে মনোনিবেশ করি।’

তিনি আরও বলেন, ‘বায়ার্নের সঙ্গে পার্থক্য? প্লেয়ার প্রাপ্যতা। প্রথম খেলা এবং দ্বিতীয় খেলায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত ছিল। এটা এখনও একটি বড় হতাশা, সবাই হতাশ, আমি সবচেয়ে বেশি। এই ফিরতি লেগে আমাদের অনেক আশা ছিল।’

তিনি যোগ করেন, ‘বায়ার্ন একটি শারীরিক দল, তারা অনেক দ্বৈরথ জিতেছে। আজ রাতে আমরা অনেক হারিয়েছি এবং এটি বিষয়গুলোকে কঠিন করে তুলেছে। আমার কোনো শব্দ নেই। প্রথমার্ধে আমাদের সুযোগ ছিল, আমরা সেগুলো গ্রহণ করিনি এবং চ্যাম্পিয়ন্স লিগে এটি কঠিন করে তোলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা