× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝমাঠে মনোযোগ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২৩:৩৫ পিএম

মাঝমাঠে মনোযোগ বাংলাদেশের

তিনজাতি সিরিজ ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সৌদি আরবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে সকালে জিমের পর বিকালে চলছে মাঠের অনুশীলন। এখানে কোচ হাভিয়ের কাবরেরার চাওয়া, মাঝমাঠ থেকে আক্রমণে ওঠা। সেই লক্ষ্যেই অনুশীলন করছে বাংলাদেশ। অনুশীলনের খুঁটিনাটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।

আজ দলের অনুশীলন নিয়ে বাফুফের পাঠানো ভিডিওতে হাসান আল মামুন জানান, মধ্যমাঠ নিয়েই পরিকল্পনা চলছে। বলেন, ‘মঙ্গলবার প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। আমাদের মাঝমাঠ নিয়ে যে পরিকল্পনা সেটাকে প্রাধান্য দিয়েছি। মাঝমাঠের অনেকগুলো কাজ হয়েছে।’

মাঝমাঠকেন্দ্রিক পরিকল্পনায় ভিডিও বিশ্লেষণের কাজও করেছে বাংলাদেশ, ‘ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সেন্টারব্যাক থেকে মাঝমাঠ ও সেখানে বল ধরে রাখা। এরপর আক্রমণভাগে বলের জোগান দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ হয়েছে।’

তিনজাতি টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন হলেও সাফকে পাখির চোখ করতে চান হাসান আল মামুন, ‘আমাদের মূল মনোযোগ সাফ নিয়ে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। সামনে আমাদের তিনজাতি টুর্নামেন্টও আছে, তবে সাফে মূল মনোযোগ রেখে আমরা কাজ করছি।’

দলে থাকা খেলোয়াড়রাও খুশি এই অনুশীলন ক্যাম্পে। দলে প্রথমবারের মতো ডাক পাওয়া আলমগীর মোল্লা জানান, এই প্রস্তুতি কাজে দেবে। তিনি বলেন, ‘সৌদি আরবে এসে আমরা কন্ডিশনিং ক্যাম্প করছি, দুটি প্রীতি ম্যাচ খেলব, যেটা আমাদের তিনজাতি সিরিজে কাজে দেবে।’

আগামী ২২ মার্চ সিলেটে ব্রুনাই দারুসসালাম ও সিশেলেসকে সঙ্গে নিয়ে তিনজাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজের পর জুনে খেলবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই লক্ষ্যে দলকে প্রস্তুত করছে বাফুফে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা