× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনাইটেডের জালে গোলবন্যার রাতে পাঁচে লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ০০:৩১ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১০:৪৭ এএম

ইউনাইটেডের জালে গোলবন্যার রাতে পাঁচে লিভারপুল

কোডি কাপকো ২, ডারউইন নুনেজ ২, মোহাম্মদ সালাহ ২ ও রবার্তো ফিরিমিনো ১—সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গুনে গুনে ৭ গোল। গোলবন্যার রাতে রেকর্ড গড়া জয়ে শীর্ষ পাঁচে উঠেছে লিভারপুল। এর আগে অলরেডদের বিপক্ষে এত বড় ব্যবধানে কখনও হারেনি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

অ্যানফিল্ডে রেড ডেভিলদের দর্শক বানিয়ে তোলা দুর্দান্ত জয়ে শীর্ষ চারের আশার হালে হাওয়া দিয়েছে অল রেডরা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোয় লড়ার আত্মবিশ্বাস জুগিয়েছেন জুর্গেন ক্লপের শিষ্যরা।

বল দখলসহ সব বিভাগে আধিপত্য দেখানো অল রেডরা এগিয়ে যায় প্রথমার্ধে। ৪৪ মিনিটে দলকে লিড এনে দেন কোডি গাপকো। বিরতির আগে কাসেমিরো একবার জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। বিরতির আগে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে লিভারপুল। জোড়া গোল করেন গাপকো, সালাহ ও নুনেজ। বদলি নেমে জাল খুঁজে পান ফিরিমিনো।

জোড়া গোলের রাতে লিভারপুলের হয়ে গোল করায় শীর্ষে উঠেছেন সালাহ, পেছনে ফেলেছেন রবি ফ্লাওয়ারের ১২৮ গোলের রেকর্ড

ধারাবাহিকতা আর ছন্দ খুঁজে ফেরা লিভারপুল হঠাৎ হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তাদের সামলানোর কোনো পথ খুঁজে পায়নি উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল টেন হাগের দল।

লিভারপুলের বিপক্ষে মৌসুমের প্রথম দেখায় ২-১ ব্যবধানের জয় পেয়েছিল ইউনাইটেড। সোমবার রাতে অ্যানফিল্ডে রীতিমতো ধুঁকেছে দলটি। ৭ গোল খাওয়ার রাতে পয়েন্ট টেবিলে প্রভাব পড়েনি।

২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে টেন হাগের দল। কদিন আগেও দশের আশপাশে ঘোরা অল রেডরা উঠেছে শীর্ষ পাঁচে। লিগে চারে থাকা টটেনহামের চেয়ে এক ম্যাচ কম খেলে ক্লপের শিষ্যরা আছেন ৪২ পয়েন্ট নিয়ে। টেবিলের ১ ও ২ নম্বরে আছে যথাক্রমে আর্সেনাল ও ম্যান সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা