× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানে সাকিবের সঙ্গী ইমরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৪:০১ পিএম

মোহামেডানে সাকিবের সঙ্গী ইমরুল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরের দলবদলের শেষদিনে বড় চমক দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেশিদিন পাবে না জেনেও সাকিব আল হাসানকে দলে টেনেছে তারা। সাকিব ছাড়াও দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে। এ ছাড়া আছেন ইমরুল কায়েস-মাহমুদউল্লাহ রিয়াদের মতো বড় তারকারা।

দলবদলের শেষদিনে গতকাল মোহামেডানে নাম লেখাতে সিসিডিএমে আসেন সাকিব আল হাসান। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অনলাইনে দলবদল করার সুযোগ ছিল। তবুও সাকিব আসেন মিরপুরে সিসিডিএম কার্যালয়ে। তার আগে সিসিডিএমে এসে একই ক্লাবে নাম লেখান মোহাম্মদ আশরাফুল।

ডিপিএলে মোহামেডানে নাম লেখালেও সাকিব আল হাসান কতগুলো ম্যাচ খেলতে পারবেন সেটা নিয়ে রয়েছে সংশয়। জাতীয় দলের আয়ারল্যান্ড সিরিজ ও সফর শেষে আইপিএলে খেলার কথা রয়েছে তার। ততদিনে শেষ হবে ডিপিএলের শেষ পর্ব। তবুও ব্র্যান্ডিংয়ের কথা চিন্তা করে মোহামেডানের পছন্দ ছিল সাকিব আল হাসান।

সাকিবকে দলে ভিড়িয়ে মোহামেডানের চিফ কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম টিটু বলেন, ‘ওর মতো প্লেয়ার থাকা দলের জন্য ব্র্যান্ডিং বলেন, ক্লাবের একটা সুনাম। সবদিক থেকে আমাদের সেরা পছন্দ সাকিব আল হাসান।’ সাকিব ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েসদের মতো বড় তারকাদের ভিড়িয়েছে তারা। রিয়াদ-মিরাজ জাতীয় দলের ব্যস্ততা থাকায় তাদেরকে মোহামেডানের জার্সিতে কমসংখ্যক ম্যাচেই পাওয়া যাবে। অল্প কয়েকটি ম্যাচে তাদের থাকাটা প্লাস পয়েন্ট বলে মনে করেন টিটু, ‘আমাদের দলে রিয়াদ-মিরাজ আছে। আমরা চেষ্টা করেছি ভালো দল করার। তারা যতগুলো ম্যাচ পায়, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

লিগ পর্বে সাকিবকে পাওয়া নিয়ে সংশয় থাকলেও সুপার লিগে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোহামেডান। এ নিয়ে তরিকুল ইসলাম টিটুর ভাষ্য, “মে’র পরে সুপার লিগ হওয়ার কথা। আমরা আশা করতেছি তাকে পাব। এই কারণে তাকে নেওয়া। সে খেলতে পারুক বা না পারুক, দলের মধ্যে যারা আছে তাদের মধ্যে ভালো অনুভূতি কাজ করতেছে। সাকিব আমাদের দলে আছে।”

মোহামেডান দল

সৌম্য সরকার, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, আবদুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, রুয়েল মিয়া, মুশফিক হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা