প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৬:১৫ পিএম
প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে আগে ফিল্ডিংয়ে নামে। আগের ম্যাচে বাংলাদেশ না পারলেও ইংল্যান্ড ঠিকই নিজেদের দলীয় সংগ্রহ ৩০০ পার করেছে। জস বাটলার-জেসন রয়দের ব্যাটিংয়ে তোপে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩২৬ রান। ম্যাচ জিততে এখন বাংলাদেশকে করতে হবে ৩২৭ রান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিল সল্ট ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে হারায় ইংল্যান্ড। তবে তৃতীয় উইকেট জুটিতে জেসন রয় ও অধিনায়ক জস বাটলারের সেঞ্চুরি রানের জুটি কক্ষপথে ফেরায় ইংল্যান্ডকে। তারা দুজন যোগ করেন ১০৯ রান। জেসন রয় ১৩২ করে ফিরলে ভাঙে এই জুটি।
তার কিছুক্ষণ পরই অবশ্য তাসকিন আহমেদের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইল জ্যাকস। টানা দুই উইকেট হারালেও অবশ্য দমে যায়নি ইংলিশরা। মঈন আলীকে সঙ্গী করে ৪২ বলে ৫২ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক। বাটলারের ব্যাটে আসে ৭৬ রান। মেহেদি হাসান মিরাজের বলে তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার। অধিনায়কের বিদায়ের পর হাত খোলেন ব্যাটার মঈন আলী। তার ব্যাটে আসে ৩৫ বলে ৪২ রান। এ ছাড়াও স্যাম কারানের ব্যাটে আসে ১৯ বলে ৩৩ রান। শেষ ১০ ওভারে ১০৭ রান তুলেছে ইংলিশরা।
বাংলাদেশি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। মিরাজ ৭৩ রানে দুটি, সাকিব ৬৪ রানে একটি উইকেট নেন। এ ছাড়াও তাসকিন আহমেদ শিকার করেন তিন উইকেট।