প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৪:৪৫ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৭:৩৭ পিএম
সেঞ্চুরির পর ইনিংসকে আর বড় করতে পারলেন না জেসন রয়। ব্যক্তিগত ১৩২ রানে ফিরেছেন তিনি। সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। তারপরেই ফিরে যান উইল জ্যাকস। ৪ বলে ১ রানে করে আউট হন তিনি।
১০৪তম বলে সেঞ্চুরি করে আগ্রাসী হয়ে উঠছিলেন জেসন রয়। পরের ১৯ বলে ৩২ রান তোলেন। রয়ের পর ক্রিজে এসে খুব বেশি সময় থাকতে পারেননি উইল জ্যাকস।তাসকিন আহমেদের বলে সাকিবের হাতে ক্যাচ তুলে ফিরেন জ্যাকস।
দলীয় ২০৫ রানের মাথায় জেসন রয়কে হারায় ইংল্যান্ড। তিন রানের ব্যবধানে তাসকিনের বলে ফিরেন জ্যাকস। টানা দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ইংলিশরা। রয়-জ্যাকস ফিরলেও এখনও ক্রিজে আছেন অধিনায়ক জস বাটলার। এই প্রতিবেদক লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান।
বাটলার ৪১ ও মঈন আলী ০ রানে অপরাজিত আছেন। আউট হওয়ার আগে বাটলারের সঙ্গে ৯৩ বলে ১০৯ রানের জুটি গড়েন রয়।