× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারকাদের চোখে ওয়েলিংটন টেস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪ পিএম

তারকাদের চোখে ওয়েলিংটন টেস্ট

চার ছক্কার টি-টোয়েন্টির যুগে নাকি হারিয়ে যাবে ম্যাড়ম্যাড়ে টেস্ট। প্রায়শই শোনা যায় এমন কথা। ভিন্ন গল্পও আছে। ওয়েলিংটন টেস্টই যার বড় প্রমাণ। শরতের আকাশের মতোই প্রতিটি সেশনেই ভিন্ন রং দেখেছে ওয়েলিংটনের দর্শকরা। যা নিয়ে অনায়াসে লিখে ফেলা যায় একটি মহাকাব্য। সাবেক ও এ সময়ের অন্যতম ক্রিকেটারদের কণ্ঠেও শোনা গেছে ওয়েলিংটন টেস্ট বন্দনা। অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন তো বলেই দিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো খেলা আর পৃথিবীতে হয় না।’

আরও পড়ুন: নাটকীয়তার অবসান ১ রানে ওয়েলিংটন টেস্ট কিউইদের

আরও পড়ুন:সবচেয়ে কম রানের রোমাঞ্চকর ৫ টেস্ট জয়

ওয়েলিংটন টন টেস্টে শেষ হবে তৃতীয় দিনেই এমনটাই ধারণা করেছিল অনেকেই। কিন্তু এরপরই দেখা গেছে ভিন্ন দৃশ্যপট। চতুর্থ দিনে খেলা নিজেদের দিকে নিয়ে নেয় কিউইরা। ইংলিশদের লক্ষ্য ছুড়ে ২৫৮ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে নানা নাটকীয়তা শেষে ১ রানের ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয় পরাজয় ছাপিয়ে টেস্টে ক্রিকেটের এই রোমাঞ্চ উপভোগ করেছেন সবাই।

সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি টম মুডি টুইটারে লিখেছেন, ‘কী দারুণ ওয়েলিংটনে টেস্ট, এখন এটা বজায় রাখুন!’ সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘দুর্দান্ত টেস্ট ম্যাচ। টাইট ফিনিশ আসছে।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চুপরার মতে, ‘গল্পে আরেকটি মোড়?’ ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘মাদ্রাজ ১৯৮৬, ৩৭ বছর পর, আমরা কি অবিশ্বাস একটা ম্যাচ প্রত্যক্ষ করছি। সত্যিই কি দারুণ টেস্ট।’

কিংবদন্তি মাইকেল ভন টুইটারে লিখেছেন, ‘ক্রিকেট অবিশ্বাস্য খেলা .. সর্বশ্রেষ্ঠ ফরম্যাট আবার জ্বলজ্বল করছে।’ সাবেক কিউই ব্যাটার রস টেলর লিখেছেন, ‘কি অবিশ্বাস্য জয়।’ জনি বেয়ারস্টো লিখেছেন,‘ দারুণ, টেস্ট ক্রিকেটের কী দারুণ একটি ম্যাচ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা